ভিডিও বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৫, ০৯:৫১ রাত

কাজী রফিকুল ইসলাম 

জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার মানুষ দেশবাসীর কাছে এবার সম্মানিত হবে

কর্মী সমাবেশে কাজী রফিকুল ইসলাম 

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ কাজী রফিকুল ইসলাম বলেছেন, দীর্ঘ ১৭ বছর বগুড়াবাসী উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন। আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সারাদেশে বগুড়াবাসী গর্বিত হবে। আপনারা আমাদের পাশে থাকুন। আগামী পাঁচ বছর বিপদেআপদে পাশে পাবেন।

তিনি বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সোনাতলার সৈকত চত্বরে এক কর্মী সমাবেশে এসব কথা বলেন। কাজী রফিক আরও বলেন, এদেশের ছাত্রসমাজ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে। দেশে এখনও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। এই সোনাতলার মানুষ বেগম জিয়া ও তারেক জিয়ার প্রতি সম্মান রাখতে এবার ধানের শীষে ভোট দিবে। এই সোনাতলা-সারিয়াকান্দির মানুষ আমাদের শক্তি। আমরা তারেক রহমানের নেতৃত্বে এই এলাকার মানুষকে সাথে নিয়ে নিরাপদ সোনাতলা-সারিয়াকান্দি গড়তে চাই। এসময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, চেয়ারম্যান গোলাম রব্বানী, শহিদুল হক টুল্লু, একেএম লতিফুল বারী টিম, সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন আঞ্জু, শফিকুল ইসলাম শাফি, জিএম আলী হাসান নারুন, কামরুল হাসান বাবু, যুবদল নেতা হাজী রাশেদুজ্জামান হান্নান, হারুনর রশিদ, জরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ প্রমুখ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার মানুষ দেশবাসীর কাছে এবার সম্মানিত হবে

ঢাকা শহরে এলাকাভিত্তিক বাড়িভাড়া নির্ধারণ করে দেবে ডিএনসিসি

রাজধানীর কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

বগুড়া-মহিমাগঞ্জ ৭১ কিমি রেলপথে ৩৬টি  অরক্ষিত লেভেলক্রসিং যেন মৃত্যুফাঁদ

ইউনিভার্সেল মেডিক্যাল কলেজের সৌজন্যে ১২’তম ব্যাণ্ড ফেস্ট

মেহেরপুরে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার