জানা গেল বিপিএল শুরুর তারিখ
স্পোর্টস ডেস্ক : নানা জল্পনা–কল্পনা শেষে নির্ধারিত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের কাঠামো। এবারের টুর্নামেন্টে থাকবে মোট ছয়টি দল এবং আগামী ১৯ ডিসেম্বর মাঠে গড়াবে আসর, এ তথ্য জানিয়েছে বিসিবি।
বুধবার (২৬ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়গুলো নিশ্চিত করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।
৫টি ফ্র্যাঞ্চাইজির কথা থাকলেও নতুন পরিকল্পনার পর মিঠু জানিয়েছেন, স্থানীয় ক্রিকেটারদের সুযোগ বাড়াতে ফ্র্যাঞ্চাইজির সংখ্যা পাঁচ থেকে বাড়িয়ে ছয় করা হয়েছে। পাশাপাশি সূচি তৈরির ক্ষেত্রেও বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। কারণ, পাঁচ দল নিয়ে প্রতিদিন দুটি করে ম্যাচ আয়োজন কঠিন হয়ে উঠছিল।
নোয়াখালী এক্সপ্রেস নতুন দল হিসেবে যোগ দিচ্ছে এবারের আসরে। অন্যান্য দল হলো—ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটানস।
সিলেট থেকে শুরু হতে পারে এবারের টুর্নামেন্ট। ফাইনালের সম্ভাব্য তারিখ ১৬ জানুয়ারি। আর ১৭ ডিসেম্বর ঢাকায় ছোট্ট উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনাও আছে বিসিবির।
মন্তব্য করুন






_medium_1764162508.jpg)

