ভিডিও বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৫, ০৯:২৫ রাত

বাউলদের ওপর হামলা ন্যক্কারজনক এটি উগ্র ধর্মান্ধদের কাজ : মির্জা ফখরুল

বাউলদের ওপর হামলা ন্যক্কারজনক এটি উগ্র ধর্মান্ধদের কাজ : মির্জা ফখরুল। ছবি : দৈনিক করতোয়া

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনাকে ‘ন্যক্কারজনক’ আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই হামলাকে ‘উগ্র ধর্মান্ধদের হামলা’ মন্তব্য করে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরসনের দাবি জানান। একইসঙ্গে তিনি ঢাকার কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানান।

আজ বুধবার (২৬ নভেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। এসময় মির্জা ফখরুল বলেন, আমি মনে করি বাউলদের ওপর হামলা এটি একটি ন্যক্কারজনক ঘটনা।

আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমান এর সংস্কৃতি, গ্রামীণ বাংলার সংস্কৃতি, আমাদের বাউল যারা, তারা বাংলাদেশের মাঠে-ঘাটে প্রান্তরে এই বাউল গান গেয়ে বেড়ানন তাদের ওপর হামলা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি।

তিনি আরও বলেন, এটা সঠিক নয়। এই ধরনের হিংসা-প্রতিহিংসার পথ বেছে নেওয়ার কারো জন্যই শোভনীয় নয়। আমরা অবশ্যই এটার সুষ্ঠু তদন্ত দাবি করি এবং নিরসন দাবি করি। রাজধানীর কড়াইল বস্তির আগুনে সহস্রাধিক মানুষের ঘরবাড়ি পুড়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ঢাকা শহরে অনেক বস্তি আছে, তার মধ্যে কড়াইল বস্তিটা সবথেকে বড়। এখানে কয়েক হাজার মানুষ বসবাস করে এবং সবাই দরিদ্র, নিঃস্ব মানুষ।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, আমার বাসায় যে মহিলা রান্না করে তারো বাসা এখানে। এবং তার বাড়িটিও পুড়ে একদম নিঃশেষ হয়ে গেছে। এটা এই দরিদ্র মানুষগুলোর জন্য একটা চরম আঘাত। আমি সরকারের কাছে দাবি করব, সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে।

কড়াইল বস্তির আগুনের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে তিনি বলেন, সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রকৃত ঘটনাকে বের করে যদি প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকেন, তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি দাবি জানাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউলদের ওপর হামলা ন্যক্কারজনক এটি উগ্র ধর্মান্ধদের কাজ : মির্জা ফখরুল

মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হারল বাংলাদেশের মেয়েরা

ভারতীয় প্রযোজকের অর্থ আত্মসাতের অভিযোগে যা বললেন তানজিন তিশা

বগুড়ার সোনাতলায় আগাম মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

মুক্তিপণ দিতে না পারায় সিদ্ধিরগঞ্জে অপহরণের পর যুবককে হত্যা

পারমাণবিক জ্বালানি লোডিংয়ের দ্বারপ্রান্তে দেশের প্রথম রূপপুর প্রকল্পের বিদ্যুৎকেন্দ্র