দিনাজপুরের নবাবগঞ্জে অবৈধ গুড়ের কারখানায় মেশানো হচ্ছে চিনি ময়দা
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অনুমোদনহীন অবৈধ গুড়ের কারখানায় মেশানো হচ্ছে চিনি ও ময়দা। উপজেলার বিনোদনগর ও কুশদহ ইউনিয়ন এলাকায় এরকম ১২ থেকে ১৩ টি অনুমোদনহীন গুড় তৈরীর কারখানা রয়েছে। বিনোদনগর ইউনিয়নের কপালদাড়া গ্রামে ৬টি বালুয়াচড়া গ্রামে ৩টি রাঘবেন্দ্রপুর গ্রামে ২টি ও চকদলু নারায়নপুরে ১টি কারখানা রয়েছে।
এছাড়াও কুশদহ ইউনিয়নের জাতভবানীপুর গ্রামেও রয়েছে এরকম কারখানা। এসব গুড় তৈরির কারখানায় চিনি ও ময়দা মেশানো হচ্ছে। যা স্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতিকর। এ ব্যাপারে উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোকছেদুল মোমিন অনুমোদনহীন কারখানাগুলো থাকার কথা নিশ্চিত করে বলেন তিনি এসব কারখানার বিষয়ে ব্যবস্থা গ্রহনের নিমিত্তে প্রশাসনের নিকট ইতিমধ্যেই তালিকা প্রদান করেছেন।
মন্তব্য করুন





_medium_1764164418.jpg)


