কারাগারে ইমরান খানের ‘মৃত্যুর গুজব’
আন্তর্জাতিক ডেস্ক : কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। এই গুজবটি তখন ছড়িয়ে পড়ে যখন ইমরান খানের তিন বোন কারাগারে তাদের ভাইয়ের সঙ্গে সাক্ষাতের জন্য গিয়ে পুলিশের হাতে ‘নৃশংস মারধরের’ শিকার হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে, ইমরান খানকে কারাগারের ভিতরে রহস্যজনকভাবে হত্যা করা হয়েছে।
ইমরান খানের বোন নরীন খান, আলীমা খান ও উজমা খান অভিযোগ করেছেন, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বাইরে জড়ো হয়ে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলেন তারা। এ সময় তাদের ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের ওপর পুলিশ হামলা চালিয়েছে।
তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সদস্যদের দাবি, পুলিশ কর্মীরা কোনও উস্কানি ছাড়াই তাদের উপর আক্রমণ করেছে।
ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই বলেছে, ইমরান খানের বোন নওরীন নিয়াজি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘আমরা ইমরান খানের স্বাস্থ্যের জন্য উদ্বেগ প্রকাশ করে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছিলাম। আমরা রাস্তা অবরোধ করিনি, জনসাধারণের চলাচলে বাধা দিইনি বা কোনও বেআইনি কাজ করিনি। তবুও, কোনও সতর্কতা ছাড়াই, রাস্তার আলো বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তার পরে একটি নৃশংস আক্রমণ করা হয়েছিল। ৭১ বছর বয়সে, আমার চুল ধরে মাটিতে ফেলে দেওয়া হয়েছিল এবং রাস্তার ওপারে টেনে নিয়ে যাওয়া হয়েছিল।’
এ ঘটনায় ইমরানের তিন বোন ও সমর্থকদের ওপর ‘নৃশংস’ পুলিশি হামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে পিটিআই।
২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান খান। গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ইমরান খানের সঙ্গে তার তিন বোনকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন। এ থেকে ইমরান খান সমর্থকরেদ সন্দেহ তাকে কারাগারে খুন করা হয়েছে।
সূত্র: দ্য ইকোনোমিক টাইমস
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








