বগুড়ায় খোকন হত্যা মামলার আসামি মহিন গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় খোকন হত্যা মামলার আসামি মহিনকে (২১) গ্রেফতার করা হয়েছে। সিপিএসসি বগুড়া র্যাব-১২ এর একটি টিম গতকাল মঙ্গলবার বিকেলে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের শেখাহার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব সূত্র জানায়, ধৃত মহিন শহরের সেউজগাড়ী রেলওয়ে মাঠসংলগ্ন এলাকার মো. জিল্লারের ছেলে। সে খোকন হত্যা মামলার ৯ নম্বর আসামি। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর রাত ৮টার দিকে দুর্বৃত্তরা শহরের সেউজগাড়ী পালপাড়ায় ইসকন মন্দিরের অদূরে যুবদল কর্মী হাবিবুর রহমান খোকনকে (৩৭) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত খোকন শহরের মালতিনগর দক্ষিণপাড়ার আবুল কালাম আজাদের ছেলে।
মন্তব্য করুন




_medium_1764164418.jpg)

_medium_1764162951.jpg)

