কত টাকার সম্পত্তি রেখে গেলেন ধর্মেন্দ্র?
বিনোদন ডেস্ক : বলিউডের ‘হি-ম্যান’ খ্যাত তারকা ধর্মেন্দ্র। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে না ফেরার দেশে চলে যান বর্ষীয়ান এই অভিনেতা।
অভিনয়ের পাশাপাশি সাম্প্রতিক সময়ে উঠে আসছে তার ব্যক্তিগত জীবনও। সেই সঙ্গে আলোচনা হচ্ছে তার সম্পত্তি নিয়েও। পরিবারের জন্য রেখে গেছেন বিপুল সম্পত্তি। তবে জানেন কী, ক্যারিয়ারের শুরুতে প্রথম ছবির জন্য ১০০ টাকাও পারিশ্রমিক পাননি এই অভিনেতা। ১৯৬০ সাল থেকে ধর্মেন্দ্রের অভিনয় সফর শুরু। ছবির নাম ছিল ‘দিল ভি তেরা হম ভি তেরে’। সেই সময়ে অভিনেতার বয়স ২৪-২৫ বছরের আশপাশে। প্রথম ছবিতেই প্রশংসিত হয়েছিলেন তিনি। তবে আশানুরূপ সাফল্য পাননি। প্রথম ছবির পারিশ্রমিক নিয়েও কথা বলেছিলেন ধর্মেন্দ্র।

সালমান খানের অনুষ্ঠান ‘দশ কা দম’-এ এসে তিনি জানিয়েছিলেন, প্রথম ছবির চুক্তিতে সই করতে গিয়ে মাত্র ৫১ রুপি পেয়েছিলেন তিনি। সেই ৫১ রুপি দিয়ে মদ কিনে বন্ধুদের খাইয়েছিলেন ধর্মেন্দ্র। নিজে মদ্যপান করার সময়ে মদের গ্লাসটি রুমাল দিয়ে জড়িয়ে ধরেছিলেন অভিনেতা। তিনি চাননি, গ্লাসে তার আঙুলের ছাপ পড়ুক। হাসতে হাসতে নিজেই জানিয়েছিলেন ধর্মেন্দ্র।
প্রথম ছবিতে ৫১ টাকা পারিশ্রমিক পেলেও শেষ মুক্তিপ্রাপ্ত ছবিতে ১ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। শাহিদ কাপুর ও কৃতি শ্যানন অভিনীত ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ ছবিতে অভিনয় করে ১ কোটি রুপি পেয়েছিলেন তিনি। এই দীর্ঘ সফরের নেপথ্যে ছিল বহু ওঠাপড়া। ছয় দশকের অভিনয়জীবনে ৩০০টিরও বেশি ছবিতে কাজ করেছিলেন ধর্মেন্দ্র। তার অভিনীত ‘শোলে’, ‘সীতা অর গীতা’ ভারতের চলচ্চিত্র ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ। কয়েক বছর আগে ‘রকি অউর রানি’ ছবিতেও তার অভিনয় প্রশংসিত হয়েছিল।
ধর্মেন্দ্র মোট ৪৫০ কোটির সম্পত্তির অধিকারী ছিলেন বলে জানা যায়। এই সম্পত্তির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য লোনাভালায় তার খামারবাড়ি। সেই বাড়ির ভিডিও অনুরাগীদের সঙ্গে নিজেই শেয়ার করে নিয়েছিলেন তিনি। ১০০ একর জমিতে তৈরি এই খামারবাড়িতে রয়েছে সুইমিং পুল, অ্যাকোয়াথেরাপি-র বিশেষ জায়গা এবং সবুজে ভরা বিরাট বাগান। এ ছাড়াও, মহারাষ্ট্রে অভিনেতার নিজের বাড়ি রয়েছে যার দাম ১৭ কোটি রুপি। চাষযোগ্য জমিতে ৮৮ লাখ রুপি এবং সাধারণ জমিতে ৫২ লাখ রুপির বিনিয়োগ রয়েছে ধর্মেন্দ্রের। তা ছাড়াও ‘হি ম্যান’ ও ‘গরম ধরম ধাবা’ নামে দুটি রেস্তোরাঁও রয়েছে তার।
মন্তব্য করুন


_medium_1764086173.jpg)
_medium_1764085846.jpg)

_medium_1764083959.jpg)



