স্বপ্নীল সজীবের স্বপ্ন...
অভি মঈনুদ্দীন ঃ ‘স্বপ্নীল ফাউণ্ডেশন’ নামের একটি ফাউণ্ডেশনের যাত্রা শুরু হয়েছিলো আজ থেকে বেশ কয়েকবছর আগে। বাংলাদেশের এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী স্বপ্নীল সজীবই এই ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা।
‘স্বপ্নীল ফাউণ্ডেশন’ প্রতিষ্ঠার পর থেকেই দেশের নানান প্রান্তে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য এই ফাউণ্ডেশনের পক্ষ থেকেই সর্বদা সহায়তা করে আসছে। টানা বেশকিছুদিন যুক্তরাষ্ট্রে থেকে কিছুদিন আগেই দেশে ফিরেছেন স্বপ্নীল সজীব। দেশে ফিরে তিনি একটুও বিশ্রামের সময় পাননি। যেহেতু বছরের শেষ সময় বহমান। তাই নানান ধরনের অনুষ্ঠানে নিমন্ত্রণ পাচ্ছেন স্বপ্নীল সজীব। সেসব অনুষ্ঠানে কখনো অতিথি হয়ে, কখনো পেশাগত দায়িত্ব পালন করছেন। তবে দীর্ঘদিন পর দেশে আসায় স্বপ্নীল সজীব আছেন বেশ ফুরফুরে মেজাজে। নতুন নতুন গান নিয়েও রয়েছে তার বেশ পরিকল্পনা। কয়েকটি মৌলিক গানের কাজে হাত দিয়েছেন তিনি। যেহেতু শীতের সময়টা চলে এসেছে। তাই এই শীতকে ঘিরে মিউজিক ভিডিও নির্মাণেরও পরিকল্পনা চলছে। দেশে বিদেশে বিশেষত রবীন্দ্র সঙ্গীতে বহু সম্মাননায় ভূষিত হয়েছেন স্বপ্নীল সজীব।
তবে স্টেজ শো’তে রবীন্দ্র সঙ্গীতের পাশাপাশিষ ফোক গান, আধুনিক গানেও অনবদ্য স্বপ্নীল সজীব। একজন উপস্থাপক হিসেবেও বেশ সমাদৃত স্বপ্নীল সজীব।
এরইমধ্যে বিগত বেশ কয়েকবছরে বেশকিছু এক্সক্লুসিভ অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন তিনি। ছোটবেলা থেকেই স্বপ্নীল সজীব সঙ্গীতের সাথে সম্পৃক্ত। শিশুশিল্পী হিসেবে তিনি বেশকিছু জাতীয় পুরস্কারও পেয়েছেন। তার জীবনের প্রথম স্টেজ শো ছিলো তারই খালা উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী লুৎফুন্নাহার লতার সঙ্গে মাত্র পাঁচ বছর বয়সে। তার কাছেই স্বপ্নীলের গানে হাতেখড়ি। স্বপ্নীল বাংলাদেশ শিল্পকলা একাডেমি-ফরিদপুর থেকে সঙ্গীতে ডিপ্লোমা করেছেন।
ঢাকার ছায়ানটেও রবীন্দ্র সঙ্গীতে শিক্ষা নিয়েছেন ২০০০ সাল থেকে ২০০৫ পর্যন্ত। স্বপ্নীল সজীবের প্রথম একক অ্যালবাম ছিলো ‘দ্য ট্যাগোর ট্র্যাজেডি’, যা সিরিজ থেকে প্রকাশিত হয়েছিলো। প্রথম অ্যালবকাম দিয়েই শ্রোতা দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেন তিনি। একই সময়ে কলকাতার কলকাতার কোয়েস্ট ওয়ার্ল্ড থেকে প্রকাশিত হয় ‘ভাঙ্গাগড়ায় রবীন্দ্রনাথ’ নামের একটি অ্যালবাম। ১৯৯৮ ও ২০০ সালে তিনি ফোক সঙ্গীতে জাতীয়ভাবে পুরস্কৃত হয়েছিলেন। ২০১১ ও ২০১৩ সালে রবীন্দ্র সম্মেলনে প্রথম স্থান অধিকার করেন। ২০১২ সালে চ্যানেল আই আয়োজিত ‘নব গান নব প্রাণ’ প্রতিযাগিতায় টপে চলে আসেন তিনি। এরইমধ্যে দেশে ফিরে তিনি চ্যানেল আইয়ের ‘তারকা কথন’-এ আড্ডায় ও এনটিভির ‘আজ সকালের গানে’ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন।
স্বপ্নীল সজীব বলেন, ‘ দু’দিন আগেই আমার জন্মদিন অতিবাহিত হলো। আমাকে এতো এতো মানুষ ভালোবাসে, স্নেহ করেন, সম্মান করেন-এটা আসলে নতুন করে জানা হলো। এখন প্রায়ই মনে হয় এই জনম ধন্য আমার জন্মে বাংলাদেশে। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় কথা বলি-তাই যেন আমার গর্বের বিষয়। শিল্পী হিসেবে গানে গানে মুগ্ধ করার চেষ্টা করে যাবো আজীবন। আর দায়িত্ব হিসেবে সুবিধা বঞ্চিত অসহায় শিশুদের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যাবো ইনশাআল্লাহ।’
মন্তব্য করুন

_medium_1764085846.jpg)

_medium_1764083959.jpg)

_medium_1764071694.jpg)



