ভিডিও মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৫, ০৫:২৯ বিকাল

বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা

বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা

বিনোদন ডেস্ক : বিয়ে করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা। তিনি বিয়ে করেছেন শুভঙ্কর সেনকে। সোমবার (২৪ নভেম্বর) তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছেন গায়িকা নিজেই।

পূজা জানান গত এক বছর ধরে তাদের পরিচয় এবং বন্ধুত্ব ছিল, যা পরবর্তী সময়ে পরিবারে জানানো হয়। এরপর দুই পরিবারের সম্মতিতে এই বিয়ে সম্পন্ন হয়েছে। জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলে সবার কাছে আশীর্বাদ চেয়েছেন পূজা।

বাঁধন সরকার পূজা দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী, যার গাওয়া গানগুলো লাখো শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছে। তার ১০টিরও বেশি গানের ভিউ কোটির ঘর ছাড়িয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য গানগুলো হলো- ‘তুমি দূরে দূরে আর থেকো না’, ‘সাত জনম’, ‘এত কাছে’, ‘চুপি চুপি’, ‘একটাই তুমি’, ‘তোমার আমার ভালোবাসা’, ‘তুমি ছাড়া’, ‘কেন বারে বারে’, ‘মানে না মন’, ‘মিউজিক তোমায় ছেড়ে’ ইত্যাদি।


পূজার স্বামী শুভঙ্কর সেন পেশায় একজন মডেল এবং চাকরিজীবী। তারা একে অপরকে দীর্ঘ সময় ধরে ভালোবেসে আসছিলেন।

এটি পূজার দ্বিতীয় বিয়ে। ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি মডেল অর্ণব দাস অন্তুকে বিয়ে করেছিলেন তিনি, কিন্তু ২০২১ সালের ডিসেম্বরে তাদের বিচ্ছেদ ঘটে।

এখন পূজা এবং শুভঙ্কর সেনের নতুন জীবনের জন্য সবাইকে আশীর্বাদ জানানোর আহ্বান জানিয়েছেন শিল্পী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা

ভোটারদের সুবিধার্থে গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙের

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি মারা গেছেন

ঢাকায় আজারবাইজান নারী ফুটবল দল

টেকনাফে ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন