বগুড়া শহরের ১০নং ওয়ার্ডে জামায়াত প্রার্থী সোহেলের গণসংযোগ
বগুড়ার শহরের রহমান নগরে ১০নং ওয়ার্ড মঙ্গলবার বিকেলে জামায়াতের নির্বাচনি গণসংযোগ অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আমির মোস্তফা তারেক ফকিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
এসময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আসলাম হোসেন বিপু, আব্দুল হান্নান খলিফা, মাহমুদুল আলম, কামরুল এ আলম পরাগ, রাশেদুল হক, এনায়েতুল ইসলাম সিজার, আল বশীর লিটন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশকে একটি আদর্শ ও কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে নির্বাচনের মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সকল খুন, ধর্ষণ, রাহাজানি বন্ধ হবে। কুরআনের শাসন না থাকায় দেশ এখন চাঁদাবাজ ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
মন্তব্য করুন





_medium_1764080196.jpg)



