বগুড়ার দুপচাঁচিয়ায় বেশি দামে সার বিক্রির অভিযোগে জরিমানা
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ার মোস্তফাপুর বাজারে বেশি দামে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত সার ব্যবসায়ী মেসার্স অনিক ইন্টারন্যাশনালের কর্মচারী মামুনুর রশিদের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, গোপন সূত্রের খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রে (এসিল্যান্ড) তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যারিন তাসনিম নিলয় পুলিশ ফোর্সসহ মোস্তফাপুর বাজার এলাকায় মেসার্স অনিক ইন্টারন্যাশনাল নামের সারের দোকানে অভিযান চালান।
এসময় অতিরিক্ত মূল্যে সার বিক্রির সময় হাতেনাতে ধরে ফেলেন এবং কর্মচারী মামুনের রশিদের ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ ব্যাপারে এসিল্যান্ড তৌহিদুল ইসলাম জানান, চলতি মৌসুমে সারের বাজার নিয়ন্ত্রণ রাখতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন

_medium_1764080196.jpg)





