ভিডিও মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৫, ০৭:৪৯ বিকাল

বগুড়ার সান্তাহারে চার কেজি গাঁজাসহ দুই যাত্রী গ্রেফতার

বগুড়ার সান্তাহারে চার কেজি গাঁজাসহ দুই যাত্রী গ্রেফতার

আদমদীঘি ও সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে একটি স্কুল ব্যাগের মধ্যে চার কেজি গাঁজাসহ দুই যাত্রীকে স্থানীয়রা আটক করে রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। আটককৃতদের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলো-লালমনিরহাট সদর থানার দুরাকুটি গ্রামের মৃত হাসেন আলীর ছেলে আমিনুল ইসলাম (৩২) এবং একই এলাকার জমির উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম (৩০)।

রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী লোকাল ট্রেন দুপুর দেড়টায় সান্তাহার জংশন স্টেশনের ৪নং প্লাটফর্মে দাঁড়ালে আমিনুল ও রাশেদুল নামে দুইজন যাত্রী একটা স্কুল ব্যাগ নিয়ে ট্রেন থেকে নেমে প্লাটফর্ম পার হওয়ার সময় তাদের গতিবিধি সন্দেহ হলে স্থানীয়রা তাদের আটক করে রেলওয়ে থানায় সোপর্দ করে।

সেখানে উপস্থিত থানা প্রশাসন, ছাত্র-জনতা ও গণমাধ্যমকর্মীদের সামনে ব্যাগ খুললে দেখা যায় সেখানে কস্টেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো চার কেজি গাঁজা। তাৎক্ষণিক তাদেরকে গ্রেফতার করা হয়। বিষয়টা নিশ্চিত করে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, গাঁজাসহ গ্রেফতারকৃত দুই মাদককারবারির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সান্তাহারে চার কেজি গাঁজাসহ দুই যাত্রী গ্রেফতার

শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থী -পুলিশ সংঘর্ষ

সরকার দেশের মালিক না জনগণের ট্রাস্টি : এড. সুলতানা কামাল

অনূর্ধ্ব-১২ এর বাচ্চারাও এই ভুল করবে না: আকবর

সৌন্দর্য যদি নায়িকা হওয়ার মাপকাঠি হয়, তাহলে সেটা আমার আছে: দর্শনা

কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় গরু ও মদ জব্দ