আনিসার নতুন গান ‘তুমি একজন’
অভি মঈনুদ্দীন ঃ কিছুদিন আগেই আমেরিকাতে টানা প্রায় দুই মাস স্টেজ শো’তে প্রবাসী বাংলাদেশীদের গানে গানে মুগ্ধ করে দেশে ফিরেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী আতিয়া আনিসা। দেশে ফিরেই তিনি নিজের পেশাগত কাজে বেশ ব্যস্ত হয়ে উঠেছেন। স্টেজ শো ও টিভি শো’তে ব্যস্ত সময় কাটাচ্ছেন আনিসা।
দেশে ফিরেই আনিসা ‘বেস্ট প্রমিজিং সিঙ্গার’ হিসেবে একটি সংগঠন থেকে পুরস্কার প্রাপ্তির মধ্যদিয়ে আমেরিকা থেকে ঢাকায় ফিরে তার কাজে ফেরার মধ্যে দারুণ এক গতি পেলেন। যে কারণে আনিসা সবার কাছে সেই সময়টাতেও দোয়া চান যেন তিনি ধারাবাহিকভাবে গানের ভুবনে ঠিকঠাক মতো কাজ করে যেতে পারেন।
এদিকে আনিসা ভক্তরা তার নতুন গানের জন্য বেশকিছুযদিন যাবত অপেক্ষা করছিলেন। তাদের জন্য আনিসা জানান, তার নতুন গান হচ্ছে ‘তুমি একজন’। গানটি লিখেছেন আহমেদ রিজভী, সুর সঙ্গীত করেছেন আনিসারই খুউব প্রিয় একজন শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক ইমরান মাহমুদুল। গানটিতে আনিসার সহশিল্পী মিলন।
আনিসা বলেন,‘ আমেরিকা থেকে চমৎকার এক অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছি। সেখানকার প্রবাসী বাংলাদেশী ভাই বোনেরা আমাকে যে সম্মান আর ভালোবাসা দিয়েছেন তা আমি আজীবন মনে রাখবো। দেশে ফিরেই একটি অ্যাওয়ার্ড পেলাম, দারুণ অনুপ্রাণিত হলাম। আর এখন নানান কাজ নিয়ে ব্যস্ত। এরইমধ্যে নতুন গান প্রকাশ পাচ্ছে। গানের শিরোনাম টাও সুন্দর-তুমি একজন’। গানটি লিখেছেন আমার অত্যন্ত প্রিয় একজন গীতিকবি রিজভী ভাই। আর ইমরান ভাই আমার ভীষণ ভীষণ প্রিয় একজন মানুষ, ভীষণ প্রিয় একজন শিল্পীও বটে। তার সুর সঙ্গীতে তুমি একজন গানটি শ্রোতা দর্শকের মনের মতো একটি গান হয়ে উঠবে এটাই আমার প্রত্যাশা। যথারীতি আমি চেষ্টা করেছি গানটি ভালোভাবে গাইবার। আশা করছি আমাদের ডুয়েট এই গানটি শ্রোতা দর্শকের ভীষণ ভালোলাগবে।’
গানটি আজ একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হবার কথা, এমনটাই জানালেন আতিয়া আনিসা।
উল্লেখ্য, এর আগে আহমেদ রিজভীর কথায় মাহতিম শাকিবের সঙ্গে আনিসার গাওয়া ‘মেঘবালিকা’ নাটকে ‘তুমি কি আমার’ গানটি শ্রোতা দর্শকের মাঝে মুগ্ধতা ছড়িয়েছে। গানটির সুরকার নাজির মাহমুদ।
আনিসা জানান, আপাতত তিনি আবারো বুদ হয়ে আছেন নতুন সঙ্গীতায়োজনে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরকার রুনা লায়লার কন্ঠে আবারো গাওয়া কোক স্টুডিওতে প্রকাশিত ‘দামা দাম মাস্ত কালান্দার’ গানে। এই সময়ে এসেও তিনি এতো চমৎকার করে কেমন করে গানটি করেছেন তাই যেন বিস্ময়ের বিষয় আনিসার কাছে।
মন্তব্য করুন

_medium_1764083959.jpg)

_medium_1764071694.jpg)

_medium_1764069716.jpg)
_medium_1763999945.jpg)


