অর্ধসমাপ্ত ওয়াশব্লকে থমকে আছে শিক্ষা, পাঁচ বছর ধরে টয়লেটহীন বিদ্যালয়
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শতবর্ষী ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই একটি টয়লেটও। ২০২১ সালে সরকারি বরাদ্দে ওয়াশব্লকের কাজ শুরু হলেও এখনও দাঁড়িয়ে আছে অর্ধসমাপ্ত কাঠামো। প্রায় পাঁচ বছর ধরে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তরের অবহেলায় দুর্ভোগ পোহাচ্ছে শিক্ষার্থী ও শিক্ষকরা। ফলে বিদ্যালয়ে এসে টয়লেটে যাওয়ার প্রয়োজন হলে শিক্ষার্থীদের দেওয়া হয় ছুটি।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের পাঁচটি শ্রেণিতে ৭২ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। রয়েছেন ছয়জন নারী শিক্ষক। শ্রেণিকক্ষের একপাশে অর্ধসমাপ্ত ওয়াশব্লকের ইট বালু ছড়ানো, দরজা-জানালা নেই, পানি-সংযোগ নেই। কবে কাজ শেষ হবে সে বিষয়ে শিক্ষক-শিক্ষার্থী কেউ কিছু জানেন না। পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, ক্লাস চলাকালে টয়লেটে যাওয়ার প্রয়োজন বোধ করলে স্যার-ম্যাডাম বাড়ি পাঠিয়ে দেন। বাড়ি দূরে বলে অনেক সময় আর স্কুলে ফেরা হয় না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদা পারভীন বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় তাদের বাড়িতে পাঠাতে বাধ্য হই। এখানে বাথরুম তো নেই, পড়ার পরিবেশও নেই। খোলা মাঠে ক্লাস নেওয়ার মতো মনে হয়। আমি দুই বছর ধরে আছি, তবে ওয়াশব্লকের কাজের গতি খুবই ধীর। কার সাথে যোগাযোগ করব সেটাও জানি না।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে যোগাযোগ করলে কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। অফিস সহকারী জানান, ওই স্কুলের ওয়াশব্লকের তথ্য জেলা অফিস থেকে নিতে হবে।
ঠাকুরগাঁও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রোকনুজ্জামান রোকন মোবাইল ফোনে বলেন, বিভিন্ন কারণে কাজ বিলম্ব হচ্ছে। ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, এ বিষয়ে বিস্তারিত সহকারী শিক্ষা কর্মকর্তা জাহিদ হোসেন জানেন।
মন্তব্য করুন







