ভিডিও মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৫, ১১:০৬ রাত

বগুড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনা করে খাবার বিতরণ

বগুড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনা করে খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথায় খাবার বিতরণ করা হয়েছে। বগুড়া জেলা বিএনপি’র সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের আয়োজনে রিকশাচালক ও ফুটপাতের দোকানদারের মাঝে খাবার বিতরণের আগে দোয়া পরিচালনা করেন বাইতুর রহমান মসজিদের খতিব মুফতি মনোয়ার হোসেন। দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ছাড়াও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করা হয়।

খাবার বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস, জেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা জাকারিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাবেক পৌর কাউন্সিলর শাহ মো. মেহেদী হাসান হিমু, সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু, তৌহিদুল ইসলাম বিটু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সাধারণ সম্পাদক এড. আব্দুল মতিন মন্ডল, বিএনপি নেতা আব্দুল গফুর দারা, হাসানুজ্জামান পলাশ, শহর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহবুব হাসান লেমন, আখতারুজ্জামান, সজিব, আবু জাফর জেমস, আব্দুল আওয়াল, কনক, মতিন কাজি, জাহাঙ্গীর আলম, রাঙ্গা, সোহেল রানা সুমন, তৌহিদুল ইসলাম, আব্দুল জলিল, মুন্না, সোয়েব মাহমুদ অভি, সৈয়দ নাহিদ, আরিফিন, শাকিল প্রমুখ।

এসময় ভিপি সাইফুল ইসলাম বলেন, গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া দেশের মানুষের কল্যাণে সারাটি জীবন কাজ করেছেন। তিনি আজ গুরুতর অসুস্থ। আপনারা দোয়া করুন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে আবার দেশের জন্য কাজ করতে পারেন। সেই সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক  রহমানের জন্য দোয়া করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনা করে খাবার বিতরণ

রংপুরে কৃষক নাজির হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গীকার ছাড়া নদী বাঁচানো সম্ভব নয় : অধ্যাপক আনোয়ার সাদত

দিনভর আ/ন্দো/লন করলেন বিসিএস পরীক্ষার্থীরা, নিয়ন্ত্রণের চেষ্টা পুলিশের | Daily Karatoa

দুর্গম চরাঞ্চল প্রতারণার নতুন ফাঁদ : ফুঁ ও পানিপড়া দিয়েই বন্ধ্যাত্ব সারছেন জামাল!

রংপুরের হারাগাছায় জুয়ার সরঞ্জামসহ গ্রেফতার ৮