ময়মনসিংহে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
ময়মনসিংহের ত্রিশালে ডোবা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৩ নভেম্বর) সকালে ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের সাখুয়া দক্ষিণ পাড়া বিলের মাঝখানে জনৈক সিরাজুল ইসলামের ডোবা থেকে সবুজের মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সবুজ মিয়া (২৫) উপজেলার সাখুয়া দক্ষিণ পাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে।
জানা গেছে, সবুজ মিয়া শনিবার সকাল ১০টা থেকে নিখোঁজ ছিলেন। আজ সকালে ডোবায় মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সবুজের মরদেহ ডোবায় ভাসমান অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত সবুজ ভারসাম্যহীন ও মৃগী রোগী ছিলেন। শনিবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।’
মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে ওসি মনসুর আহাম্মদ জানিয়েছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






