ভিডিও রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৫, ০৬:২৫ বিকাল

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মনজু গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মনজু গ্রেফতার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ইউনিয়ন সহ-সভাপতি মো. মনজু মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে।

জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মনজু মিয়া (৫৫) কাপাসিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং লালচামার গ্রামের মৃত কাজীম উদ্দিন সরকারের ছেলে।

কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মনজু মিয়াকে আটক করা হয়। পরবর্তীতে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর ও আগুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় তার বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২০ এপ্রিল কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ত্রাণ সামগ্রী মজুত রাখার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে পরবর্তীতে হাইকোর্ট ওই বরখাস্তের আদেশ স্থগিত করলে পুনরায় দায়িত্বে ফিরে আসেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মনজু গ্রেফতার

বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি করা বাউলদের ওপর হামলা

দুই দিনে ম্যাচ জিতে ক্ষতির মুখে অস্ট্রেলিয়া

নাটোরের সিংড়ায় জমি দখলের অভিযোগ এনে ভুক্তভোগীদের মানববন্ধন

নির্মাতা শেখ নজরুল ইসলাম মারা গেছেন

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত: রিজভী