ভিডিও বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৫, ০৯:১৬ রাত

ভারতের ‘রাষ্ট্রীয় একতা দিবসে’ জাতীয় প্যারেডে একমাত্র বাংলাদেশী  হিসেবে বগুড়ার শ্রেয়া’র অংশগ্রহণ

ভারতের ‘রাষ্ট্রীয় একতা দিবসে’ জাতীয় প্যারেডে একমাত্র বাংলাদেশী  হিসেবে বগুড়ার শ্রেয়া’র অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার : ভারতের ‘রাষ্ট্রীয় একতা দিবস’-এ জাতীয় প্যারেডের সাংস্কৃতিক পর্বে একমাত্র বাংলাদেশী হিসেবে অংশগ্রহণ করলেন বগুড়ার প্রতীতি রায় শ্রেয়া। গত ৩১ অক্টোবর ভারতের লৌহ মানব হিসেবে খ্যাত ‘সর্দার বল্লভভাই প্যাটেল’ এর ১৫০ তম জন্মবার্ষিকী এবং ‘রাষ্ট্রীয় একতা দিবস’ উপলক্ষ্যে গুজরাটের কেভাদিয়ায় ‘স্ট্যাচু অব ইউনিটি’র পাদদেশে মহা সমারোহে অনুষ্ঠিত হয় জাতীয় প্যারেড, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাংস্কৃতিক প্যারেড পর্বে ভারতের বিভিন্ন জায়গা থেকে ৮০০ জন শাস্ত্রীয় নৃত্যশিল্পী অংশগ্রহণ করেন।

সেখানে একমাত্র বাংলাদেশী কথক নৃত্যশিল্পী হিসেবে অংশগ্রহণের সুযোগ পান বগুড়ার প্রতীতি রায় শ্রেয়া। গত ২৩ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত যাতায়াত, আবাসন সহ ভারত সরকারের পূর্ণ অর্থায়নে প্রতিটি নৃত্যশিল্পী কেভাদিয়া, গুজরাটে অবস্থান করেন। প্রতীতি রায় শ্রেয়া ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) এর ফুল ফান্ডেড স্কলারশিপের আওতায় ভারতে নিউ দিল্লিতে কথক কেন্দ্রে শাস্ত্রীয় নৃত্য (কথক) বিষয়ে অধ্যয়নরত আছেন। শ্রেয়া ২০১৪ সাল থেকে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় কথক নৃত্যে রৌপ্যপদক, শাপলাকুঁড়ি পদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা আয়োজিত দেশব্যাপী বিষয় ও বয়স ভিত্তিক নৃত্য প্রতিযোগিতাসহ বিভিন্ন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় নাচের একাধিক শাখায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে ১৮ টি জাতীয় পুরস্কারের গৌরব অর্জন করেছে।

এছাড়াও সে ২০১৯ সালে ‘প্রেসিডেন্সি স্কাউট’ এওয়ার্ড অর্জন করেন। তার বাবা অধ্যাপক জগন্নাথ রায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন এবং মা ইন্দ্রাণী বর্মন রংপুরের পীরগঞ্জে সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজ ভূগোল ও পরিবেশ বিভাগের একজন প্রভাষক। প্রতীতি রায় শ্রেয়া বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বগুড়া জেলা শাখার একজন সদস্য। তিনি শাস্ত্রীয় নৃত্য চর্চাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চান। সকলের নিকট আশীর্বাদ প্রার্থনা করছেন প্রতীতি রায় শ্রেয়া।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ‘রাষ্ট্রীয় একতা দিবসে’ জাতীয় প্যারেডে একমাত্র বাংলাদেশী  হিসেবে বগুড়ার শ্রেয়া’র অংশগ্রহণ

শ্রীলঙ্কা গেলো বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যয়’

রুনা লায়লা’র স্নেহতে ধন্য লুইপা

আটঘরিয়ায় ট্রেনে কাটা পড়ে  নিহত দর্জির মরদেহ উদ্ধার

সেইলর-এর বিশেষ অফার: সারা দেশে সব পণ্যে ফ্ল্যাট ২২% ছাড়

‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে ৩ বাহিনীর সদস্যদের তারেক রহমানের শুভেচ্ছা