ভিডিও বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৫, ০৯:১৬ রাত

শ্রীলঙ্কা গেলো বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যয়’

শ্রীলঙ্কা গেলো বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যয়’

শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতে চট্টগ্রাম ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘প্রত্যয়’।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) জাহাজটি শ্রীলঙ্কার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করে। 

শ্রীলঙ্কার নৌবাহিনীর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ২৭ থেকে ৩০ নভেম্বর অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক মহড়ায় বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, উচ্চপর্যায়ের প্রতিনিধি এবং সমরবিশারদরা অংশ নেবেন।

এর আগে চট্টগ্রাম ত্যাগকালে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্যযন্ত্র পরিবেশন করে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানায়। এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। 

নৌবাহিনীর কর্মকর্তারা জানান, প্রত্যয়ের অধিনায়ক ক্যাপ্টেন তৌহিদুল হক ভূঁইয়ার নেতৃত্বে ২৯ জন কর্মকর্তাসহ মোট ১৫০ জন নাবিক আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশগ্রহণ করবেন। মহড়ার মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, সমুদ্রপথে জলদস্যুতা, মাদক ও চোরাচালান, মানবপাচার ও অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হবে।

বিগত বছরগুলোতেও বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশগ্রহণ করে পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছে, যা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। আগামী ৫ ডিসেম্বর জাহাজটির চট্টগ্রামে ফেরার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ‘রাষ্ট্রীয় একতা দিবসে’ জাতীয় প্যারেডে একমাত্র বাংলাদেশী  হিসেবে বগুড়ার শ্রেয়া’র অংশগ্রহণ

শ্রীলঙ্কা গেলো বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যয়’

রুনা লায়লা’র স্নেহতে ধন্য লুইপা

আটঘরিয়ায় ট্রেনে কাটা পড়ে  নিহত দর্জির মরদেহ উদ্ধার

সেইলর-এর বিশেষ অফার: সারা দেশে সব পণ্যে ফ্ল্যাট ২২% ছাড়

‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে ৩ বাহিনীর সদস্যদের তারেক রহমানের শুভেচ্ছা