ভিডিও বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৫, ০৮:৫৮ রাত

আটঘরিয়ায় ট্রেনে কাটা পড়ে  নিহত দর্জির মরদেহ উদ্ধার

সংগৃহিত,আটঘরিয়ায় ট্রেনে কাটা পড়ে  নিহত দর্জির মরদেহ উদ্ধার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :  পাবনার ভাঙ্গুড়া থেকে নিখোঁজের পর ট্রেনে কাটা অবস্থায় আটঘরিয়া উপজেলার রেললাইন থেকে জিয়াউর রহমান জিয়া(৪৮) নামে এক দর্জির মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে  ঈশ্বরদী-ঢাকা রেলপথের আটঘরিয়া উপজেলার রোকনপুর রেলব্রিজ এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত হন।

নিহত জিয়া ভাঙ্গুড়া বাজারের সেঞ্চুরি টেইলার্সের মালিক ও পৌর শহরের ভাঙ্গুড়া বাজারস্থ পুরাতন থানা কার্যালয়ের (বর্তমান উত্তর সারুটিয়া বাঁধপাড়া) এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে। গত বুধবার বেলা আড়াইটার দিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে একটি চিরকুট লিখে দোকান থেকে জিয়া নিখোঁজ হন। 

ওই চিরকুটে লেখা ছিল দোকান-সংসার চালাতে পারলাম না, তাই দুনিয়া ত্যাগ করলাম, কেউ দায়ী নয়। এরপর থেকে পরিবারের লোকজন তাকে কোথাও খুঁজে না পেয়ে ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও'সি) মো. শফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন জানান, নিহত লোকটি বুধবার সন্ধ্যা রাতে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে ট্রেন এলে তিনি কাটা পড়েন মারা যান। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটঘরিয়ায় ট্রেনে কাটা পড়ে  নিহত দর্জির মরদেহ উদ্ধার

সেইলর-এর বিশেষ অফার: সারা দেশে সব পণ্যে ফ্ল্যাট ২২% ছাড়

‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে ৩ বাহিনীর সদস্যদের তারেক রহমানের শুভেচ্ছা

জাহানারার অভিযোগ তদন্তে নামল বিসিবির কমিটি

আদমদীঘিতে বাসার ছাদে বস্তায় আদা  চাষে সাফল্য দেখছেন মামুন 

ঢাকা-৮ আসনে প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন