ভিডিও বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৫, ০৯:১১ রাত

রুনা লায়লা’র স্নেহতে ধন্য লুইপা

রুনা লায়লা’র স্নেহতে ধন্য লুইপা

অভি মঈনুদ্দীন ঃ উপমহাদেশের জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী, সুরস্রষ্টা রুনা লায়লা’র আশীর্বাদ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। লুইপা তার সদ্য প্রকাশিত নতুন মৌলিক গান ‘চুড়ি ছাম ছাম’র জন্য রুনা লায়লার কাছ থেকে শুভকামনা পেয়েই এমন উচ্ছ্বসিত হয়েছেন।

গত ১৭ নভেম্বর ছিলো রুনা লায়লার জন্মদিন। রুনা লায়লার এবারের জন্মদিন পারিবারিকভাবেই উদযাপিত হয়েছে। তবে জন্মদিনের পরে গত ১৯ নভেম্বর লুইপা রুনা লায়লার সঙ্গে জন্মদিন উপলক্ষ্যে সেদিন সন্ধ্যায় দেখা করেন। রুনা লায়লাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য একটি সুন্দর ফুলের তোড়া, একটি চমৎকার কেক ও উপহার সামগ্রী নিয়েই রুনা লায়লার বাসায় হাজির হন লুইপা। সেদিন সন্ধ্যা ঠিক ছয়টায় লুইপা রুনা লায়লার কাছে যান। সঙ্গে ছিলেন লুইপার স্বামী দেশের প্রতিথযশা মিউজিসিয়ান আলমগীর হোসেন। রুনা লায়লা’কে জন্মদিনের শুভেচ্ছা জানানান ফুলের তোড়া দিয়ে, এরপর সুন্দর কেকটি কাটা হয়। এরপর লুইপার রুনা লায়লাকে তার সদ্য প্রকাশিত মৌলিক গান ‘চুড়ি ছাম ছাম’টি দেখানোর সৌভাগ্য হয়। রুনা লায়লার লুইপার গানটি মনোযোগ শুনেন ও দেখেন। এরপর রুনা লায়লার অনুমতি নিয়েই একটি ভিডিও বার্তা ভিডিও করেন আলমগীর। যে ভিডিও বার্তায় লুইপার গানটি নিয়ে ভীষণ প্রশংসা করেছেন রুনা লায়লা।

রুনা লায়লা বলেন,‘ লুইপার নতুন গানটি শুনলাম। চুড়ি ছাম ছাম শিরোনামের তার নতুন গানটি খুউব ভালোলাগলো। গানটি যেমন খুউব ভালো হয়েছে, ভিডিওটি সুন্দর হয়েছে। লুইপার কন্ঠের গান সবসময়ই আমার ভালোলাগে। ওর কন্ঠে যখন বেগম আখতারের জোছনা করেছে আঁড়ি গানটি শুনেছিলাম। তখন তার মোবাইল নাম্বারটি সংগ্রহ করে আমি তাকে ফোন করি এবং বলি তুমি সত্যিই অসাধারন গেয়েছো। ছুড়ি ছাম ছামটিও সুন্দর গেয়েছে। আমি দোয়া করি সে যেন ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর গান গাইতে পারে। এর আগেও লুইপা আমার সুরে গান গেয়েছিলো, আমি চেষ্টা করবো তাকে দিয়ে আবারো গাওয়ানোর, ইনশাআল্লাহ। লুইপা তুমি ভালো থাকো, অনেক দোয়া রইলো তোমার জন্য।’

লুইপা বলেন,‘ শ্রদ্ধেয় বেগম আখতারের গাওয়া গান আমার কন্ঠে শুনে যেদিন রুনা ম্যম ফোন করেছিলেন, সেদিনইতো আসলে জীবনের অনেক বড় পাওয়া হয়ে গিয়েছিলো। এরপর যখন আবার তার সুরে গাইলাম, সেটা ছিলো যেন জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আর চুড়ি ছাম ছাম নিয়ে রুনা ম্যাম যা বললেন-তাতে যেন জীবন পরিপূর্ণ হয়েগেলো। এই জীবনে আর কীইবা চাইতে পারি আল্লাহর কাছে। রুনা ম্যামের আশীর্বাদ পেয়েছ সত্যিই আমি ভীষণ উচ্ছ্বসিত। তার আশীর্বাদ নিয়ে বাড়ি ফেরার সময় আমাদের দু’জনের চোখেই পানি ছিলো। দুজনই ভাবছিলাম মানুষ এতো অসাধারণ হয় কী করে।’

উল্লেখ্য, জন্মদিন উপলক্ষ্যে রুনা লায়লার কন্ঠে ‘দামা দাম মাস্কালান্দার’ গানটিও এরইমধ্যে আবারো নতুন করে প্রকাশিত হয়ে শ্রোতা দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। উল্লেখ্য, রুনা লায়লার সুরে গাজী মাজহারুল আনোয়ারের কথায় ‘এই দেখা শেষ দেখা’ গানটি গাইবার সৌভাগ্য হয়েছিলো লুইপার। গানটির সঙ্গীতায়োজন করেছিলেন রাজা ক্যাশেফ ও প্রকাশিত হয়েছিলো ধ্রুব মিউজিক স্টেশনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুনা লায়লা’র স্নেহতে ধন্য লুইপা

আটঘরিয়ায় ট্রেনে কাটা পড়ে  নিহত দর্জির মরদেহ উদ্ধার

সেইলর-এর বিশেষ অফার: সারা দেশে সব পণ্যে ফ্ল্যাট ২২% ছাড়

‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে ৩ বাহিনীর সদস্যদের তারেক রহমানের শুভেচ্ছা

জাহানারার অভিযোগ তদন্তে নামল বিসিবির কমিটি

আদমদীঘিতে বাসার ছাদে বস্তায় আদা  চাষে সাফল্য দেখছেন মামুন