ভিডিও বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৫, ০৬:৪৭ বিকাল

বৃদ্ধাশ্রমে কাটবে বুবলী’র জন্মদিন

নায়িকা শবনম বুবলী।

অভি মঈনুদ্দীন : বেশকিছুদিন সুদূর আমেরিকায় থেকে কিছুদিন আগে দেশে ফিরে আবারো নিজের পেশাগত কাজ অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছেন এই সময়ের অন্যতম দর্শকপ্রিয় নায়িকা শবনম বুবলী। দেশে ফিরেই তিনি নতুন একটি সিনেমাতে অভিনয় করার কথা জানিয়েছেন। তবে নতুন সিনেমাটির কাজ শুরু হতে কিছুটা সময় নিলেও হাতে জমে থাকা দু’টি সিনেমার কাজ শেষ করছেন বুবলী।

এদিকে আজ বুবলীর জন্মদিন। জন্মদিন যথারীতি তার বাবা মা ও একমাত্র সন্তান শেহজাদ’সহ পরিবারের অন্যান্যদের সঙ্গেই কাটবে। তবে বুবলী জানান, এবারের জন্মদিনে দুপুরে তিনি রাজধানীর একটি বৃদ্ধাশ্রমে কাটাবেন। বৃদ্ধাশ্রমে অবস্থান’রত মুরুব্বীদের সঙ্গে তিনি কেক কাটবেন, দুপুরের খাবার খাবেন, প্রত্যেকের জন্য আলাদা উপহার নিয়ে যাবেন এবং গল্প আড্ডায় মেতে উঠবেন। বৃদ্ধাশ্রমে অবস্থান’রত অসহায় বাবা মায়ের সঙ্গে সময় কাটানোর এই পরিকল্পনাটা বেশ আগেরই বলে জানান বুবলী।

নিজের জন্মদিন এবং জন্মদিন নিয়ে পরিকল্পনা প্রসঙ্গে বুবলী বলেন,‘ সত্যি বলতে কী আমার জন্মদিন আসার আগে থেকেই দেশ বিদেশ থেকে অগণতি ভক্ত দর্শকের শুভেচ্ছায় সিক্ত হতে থাকি প্রতি মুহুর্তেই। বিশেষ করে জন্মদিনের দিন এতো এতো শুভেচ্ছা আসতে থাকে যে প্রত্যেকের শুভেচ্ছা বা ম্যাসেজ আলাদা করে উত্তর দেয়া খুউব কঠিনই হয়ে পড়ে। তবে এটা সত্যি প্রত্যেকটা ম্যাসেজই আমি মন দিয়ে পড়ি, আমার প্রতি আমার ভক্ত দর্শকের ভালোবাসা আমাকে আবেগাপ্লুত করে তোলে। এবারের জন্মদিন পরিবারের সঙ্গেই কাটবে। তবে দুপুরের সময়টা আমি বৃদ্ধাশ্রমে কাটাতে চাই সিনিয়র সিটিজেনদের সঙ্গে। কারণ আমিতো জন্মদিনে বিশেষ বিশেষণ উপহার পেয়েই থাকি। আমি সেইসব সিনিয়র সিটিজেনদের জন্য কিছু উপহার নিয়ে যেতে চাই এবং তাদের সঙ্গে কেক কাটা, দুপুরে খাওয়া’সহ অনেকটা সময় গল্প আড্ডায় মেতে থাকতে চাই। মানুষেরতো একটাই জীবন। এই এক জীবনে আমি অনেক কিছু পেয়েছি, অনেক মানুষের ভালোবাসা, স্নেহ পেয়েছি। কিন্তু বৃদ্ধাশ্রমে যে বাবা মায়েরা আছেন তাদের হয়তো জীবনে অনেক কিছুই পাওয়ার ছিলো, কিন্তু হলো না। আমি না হয় কিছুটা সুন্দর সময় তাদের উপহার দিলাম। আর সেইসব বাবা মায়েদের কাছ থেকে একটু দোয়া নিয়ে এলাম।’

বুবলী এই মুহুর্তে জাহিদ জুয়েলের ‘পিনিক’ ও লাজুকের ‘শাপলা শালুক’ সিনেমার গান’সহ কিছু সিকোয়েন্সের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমাতেও কাজ করতে যাচ্ছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃদ্ধাশ্রমে কাটবে বুবলী’র জন্মদিন

গোমস্তাপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

রাঙামাটিতে হরতাল প্রত্যাহার, নিয়োগ পরীক্ষা স্থগিত

সিরাজগঞ্জে জলাতঙ্ক রোগীর সংখ্যা বেড়েই চলেছে

যুক্তরাষ্ট্রে একসঙ্গে জায়েদ-মাহি

রাজারহাটে ট্রেনে কাটা পড়ে দিনমজুর গুরুতর আহত