ভিডিও বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৫, ০৬:৩৬ বিকাল

রাঙামাটিতে হরতাল প্রত্যাহার, নিয়োগ পরীক্ষা স্থগিত

রাঙামাটিতে হরতাল প্রত্যাহার, নিয়োগ পরীক্ষা স্থগিত

হরতালের কারণে চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে অনুষ্ঠিতব্য আগামীকালের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে জেলা পরিষদ।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন রাঙামাটির জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

অপরদিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে কোটাবিরোধী ঐক্যজোটের ডাকা হরতাল দুপুর দুইটার পর প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠনটি।

জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার আরও বলেন, শুক্রবার জেলা পরিষদের নিয়োগ পরীক্ষা হওয়ার কথা থাকলেও হরতাল ডাকার কারণে পরীক্ষার্থীদের কেন্দ্রে আসা-যাওয়াসহ সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামীকালের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সংগঠনের অন্যতম নেতা নুরুল আলম সাংবাদিকদের বলেন, নিয়োগ স্থগিতের বিষয়টি আমরা স্বাগত জানাই। তবে আমরা শনিবার পর্যন্ত অপেক্ষা করবো আমাদের যে ছয় দফা দাবি ছিল, তার বিষয়ে জেলা পরিষদ সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানাবে। দুপুর দুইটা থেকে হরতাল প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি।

আন্দোলনকারী জানায়, সরকারি নিয়োগে ৯৩ শতাংশ মেধা ও ৭ শতাংশ কোটার ভিত্তিতে নিয়োগ দেয়া হলেও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এই আইন মানছে না। জেলা পরিষদ ৭০ শতাংশ পাহাড়ি ও ৩০ শতাংশ বাঙালি এই কোটা মেনে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে চাচ্ছে। এটি একটি চরম বৈষম্য। এই বৈষম্যের প্রতিবাদে জেলা পরিষদের কাছে ছয় দফা দাবি জানানো হয়েছে।

 

এই নিয়ে একই নিয়োগ পরীক্ষা চারবার স্থগিত হয়েছে। এর আগে ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর, ২০২৪ সালের ২১ মে, ২০২৫ সালের ১১ নভেম্বর এবং সবশেষ পরীক্ষার একদিন আগে নিয়োগ পরীক্ষাটি স্থগিত হয়েছে।

এর আগে বুধবার দুপুরে কোটাবিরোধী ঐক্যজোটের ডাকে বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটি জেলায় ৩৬ ঘণ্টার হরতালের ডাক দেয়। এতে শঙ্কিত হয়ে পড়ে পরীক্ষার্থী ও অভিভাবকমহল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে হরতাল প্রত্যাহার, নিয়োগ পরীক্ষা স্থগিত

সিরাজগঞ্জে জলাতঙ্ক রোগীর সংখ্যা বেড়েই চলেছে

যুক্তরাষ্ট্রে একসঙ্গে জায়েদ-মাহি

রাজারহাটে ট্রেনে কাটা পড়ে দিনমজুর গুরুতর আহত

বান্দরবানে ভ্রাম্যমাণ আদালতের টিমের ওপর হামলা, আটক ৫

দেশের প্রথম অর্থসচিব মতিউল ইসলাম মারা গেছেন