আমরা ইশতেহারের চেয়ে পাঁচ গুণ বেশি কাজ করব: ডাকসু ভিপি সাদিক কায়েম
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, “আমরা যে ৩৬টি ইশতেহার দিয়েছিলাম, তার অনেকগুলোর কাজ ইতোমধ্যেই শুরু করেছি। তবে আমাদের লক্ষ্য কেবল ইশতেহার বাস্তবায়নে সীমাবদ্ধ নয় — আমরা ইশতেহারের চেয়েও পাঁচ গুণ বেশি কাজ করতে চাই। আমরা নীতিগতভাবে এমন ভিত্তি গড়ে তুলছি, যাতে ভবিষ্যতে কেউ আর বিশ্ববিদ্যালয়কে পিছিয়ে নিতে না পারে।”
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল চারটায় ডাকসুর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সব কমনরুম, নামাজের স্থান, মসজিদ এবং লাইব্রেরির সংরক্ষিত স্থানে কার্পেট প্রদান কার্যক্রম উপলক্ষে ডাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম জানান, “মসজিদ ও মেয়েদের কমনরুমগুলোতে কার্পেট সরবরাহের উদ্যোগ আমরা নিয়েছি, যেখানে ইনসাফ আমাদের সহযোগিতা করেছে। ৫ আগস্টের পর থেকে ডাকসু যেসব উদ্যোগ নিয়েছে, সবগুলো সফলভাবে সম্পন্ন হয়েছে। এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আরও পড়ুনতিনি আরও বলেন, “ফ্যাসিবাদের সময়ে মসজিদ ও মেয়েদের কমনরুমগুলো সবচেয়ে বেশি অবহেলিত ছিল। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা মেডিকেল সেন্টারে আধুনিক যন্ত্রপাতি সংযোজনের উদ্যোগ নিয়েছি। পাশাপাশি সেখানে গড়ে ওঠা সিন্ডিকেট ভেঙে দেওয়ারও পদক্ষেপ নেওয়া হবে।”
খাবারের মান উন্নয়ন প্রসঙ্গে ডাকসু ভিপি বলেন, “আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেছি। সবকিছু মিলিয়ে আমরা নীতিগতভাবে এমন এক কাঠামো গড়ে তুলতে চাই, যাতে ভবিষ্যতে কেউ আর ঢাকা বিশ্ববিদ্যালয়কে পিছিয়ে দিতে না পারে।”
মন্তব্য করুন

নিউজ ডেস্ক









