ভিডিও রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৫, ০৮:২০ রাত

তিন ছাত্র সংগঠনকে বই উপহার দিলেন ছাত্রদল নেতা শাকিল

তিন ছাত্র সংগঠনকে বই উপহার দিলেন ছাত্রদল নেতা শাকিল

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহাবস্থানভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার উদ্যোগ হিসেবে তিন ছাত্র সংগঠনকে বই উপহার দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ শাকিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, চিন্তা ও রাজনৈতিক কর্মযজ্ঞ নিয়ে লিখিত চারটি গ্রন্থ সৌহার্দপূর্ণ পরিবেশে উপহার দেন তিনি।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় টিএসসির মধুর ক্যান্টিনে আয়োজিত এ আয়োজনে বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মাঈন আহমেদ এবং ঢাবি শাখা ছাত্র ফ্রন্টের আহ্বায়ক মোজাম্মেল হকসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উপহার দেওয়া বইগুলো হলো — জিয়াউর রহমানের রচিত ‘আমার রাজনীতির রূপরেখা’, হেদায়েত হোসেন মোর্শেদের ‘একজন জিয়া’, ড. আব্দুল লতিফ মাসুদের ‘৭ নভেম্বরের অজানা অধ্যায় ও জিয়াউর রহমান’, এবং ড. হাসান প্রধানের ‘১৯ দফা কর্মসূচি ও শহিদ জিয়ার রাজনৈতিক দর্শন এবং বিএনপির ঘোষিত ৩১ দফা’।

জাহিদ শাকিল বলেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানের কেন্দ্র নয়, এখানে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও মানবিক মূল্যবোধের চর্চা হয়।

আরও পড়ুন

তিনি আরও বলেন, “ক্যাম্পাসে সহাবস্থান মানে মতভিন্নতা থাকা সত্ত্বেও শান্তিপূর্ণভাবে একসাথে চলার সংস্কৃতি। এর মধ্য দিয়েই মুক্তচিন্তা ও গবেষণার পরিবেশ নির্মিত হয়। পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতাই হোক ক্যাম্পাস জীবনের আসল চাবিকাঠি।”

শাকিল আশা করেন, “ছোট এই উদ্যোগ ধীরে ধীরে বড় প্রেক্ষাপট তৈরি করবে — এবং ক্যাম্পাসে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির দিকে বাস্তব অবদান রাখবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন ছাত্র সংগঠনকে বই উপহার দিলেন ছাত্রদল নেতা শাকিল

নারায়ণগঞ্জে মাইক্রোবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

বগুড়ার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে পুরস্কার পেলেন হাসান বাসির

সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবীর কারাদন্ড

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২ হাজার কেজি জাটকা জব্দ