ভিডিও বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৫, ১০:৩৬ রাত

দিনাজপুরের ঘোড়াঘাটে কামড়ানো সাপ ব্যাগে ভরিয়ে আহত ব্যক্তি হাসপাতালে

দিনাজপুরের ঘোড়াঘাটে কামড়ানো সাপ ব্যাগে ভরিয়ে আহত ব্যক্তি হাসপাতালে

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। গোখরার কামড়ে আহত এক ব্যক্তি নিজের জীবন বাঁচাতে কামড়ানো সাপটিকে ব্যাগে ভরে নিয়ে হাসপাতালে এসে চিকিৎসাধীন আছেন বলে নিশ্চিত করেছেন দায়িত্বরত চিকিৎসক ডা. আহসান হাবীব। এই ঘটনা এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু।

ঘটনাটি ঘটেছে, গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বুলাকীপুর শালিকাদহ এলাকায়। আক্রান্ত সুধাংশু শীল (৫০) পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলা কবলি পাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন নরসুন্দর। স্থানীয় বাসিন্দা তরুণ শীল জানান, ঘটনার দিন সন্ধ্যায় কাজ করা শেষে বাড়ি ফেরার জন্য শালিকাদহ নদীর ঘাটে নৌকার জন্য অপেক্ষা করছিলেন সুধাংশু সহ কয়েকজন এলাকাবাসী।

এসময় তার বাম হাতের বগলের নিচে একটি ছাতা ছিল। হঠাৎ একটি সাপ ছাতার মধ্যে থেকে বের হয়ে তার হাতে কামড় দেয়। পরে এলাকাবাসী সাপটি ধরে ব্যাগে মধ্যে ভরে নেয় এবং দ্রুত সুধাংশুকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয়।

আরও পড়ুন

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসান হাবীব জানান, গত রোববার সন্ধ্যায় জরুরি বিভাগে একজন রোগী আসেন। সেসময় তারা জানায়, রোগীকে সাপে কামড়িয়েছে। আমারও দেখে তাই মনে হয়েছে।

পরে বাইরে এসে দেখি তারা পলিথিনে ব্যাগের মধ্যে ভরে সাপটিকে এনেছে। সাপটি গোখরা সাপ ছিল। নিশ্চিত হওয়ার পরপরই এন্টিভেনাম দিয়ে চিকিৎসা শুরু করা হয় এবং এক ঘন্টা পরই ওই ব্যক্তি সবাইকে চিনতে পারে এবং উঠে দাঁড়াতে পারেন। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং আমাদের পর্যবেক্ষণে আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় ১৩৫ হেক্টর জমির ধান রক্ষায় কৃষকের প্রাণপণ চেষ্টা

মুক্ত আকাশে ডানা মেললো ছয়টি বালিহাঁস

ওএসডি হলেন নাচোলের সেই ইউএনও কামাল

গাইবান্ধার ফুলছড়িতে গরু ব্যবসায়ী খুন, আটক ১

বগুড়ায় ট্রাফিক সপ্তাহের উদ্বোধন

রিজিক বৃদ্ধির দোয়া