পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানক্ষেত থেকে ৮ কেজি ওজনের অজগর উদ্ধার

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানক্ষেত থেকে প্রায় ৮ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।
আজ শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার দন্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ এলাকার একটি ধানক্ষেত থেকে সাপটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বিকেলে একজন যুবক ধানক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় জালে একটি অজগর সাপ আটকে থাকতে দেখেন। খবরটি ছড়িয়ে পড়লে এলাকাবাসী ভিড় জমাতে থাকেন। পরে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করে দেবীগঞ্জ বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসেন।
আরও পড়ুনএ বিষয়ে দেবীগঞ্জ বনবিভাগের বিট কর্মকর্তা রিয়াজুল হাসনাত বলেন, ধানক্ষেত থেকে উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় সাড়ে পাঁচ ফুট এবং ওজন আনুমানিক ৮ কেজি। বর্তমানে সাপটি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে রয়েছে। পরবর্তী প্রক্রিয়া শেষে অজগর সাপটিকে দিনাজপুরের সিংড়া ফরেস্টে পাঠানো হবে।
মন্তব্য করুন