ভিডিও বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৫, ১০:১১ রাত

রাজশাহীতে কিশোরকে পিটিয়ে হত্যা মামলায় যুবক গ্রেফতার

রাজশাহীতে কিশোরকে পিটিয়ে হত্যা মামলায় যুবক গ্রেফতার। প্রতীকী ছবি

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে ‘প্রেমিকার’ সাথে দেখা করতে যাওয়া কিশোর শিহাব আলীকে(১৭) পিটিয়ে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার নাম মো. কলিম (৩২)। গোদাগাড়ীর হাজিবান্দুড়িয়া গ্রামে তার বাড়ি। র‌্যাব-৫ এর সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের একটি দল গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার রাজাবাড়ীহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

আজ বুধবার (৫ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বসন্তপুর গ্রামের কিশোর শিহাব আলীর সাথে ফেসবুকের মাধ্যমে ১৪ বছরের এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তার সাথে দেখা করার উদ্দেশ্যে গত ২০ অক্টোবর রাত সোয়া ৭ টায় শিহাব তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়। রাত ৮টায় তারা হাজিবান্দুড়িয়া মোড়ে পৌঁছালে ওই কিশোরীর প্রতিবেশীরা শিহাবের পথরোধ করে।

তাদের হাতে ছিল বাঁশের লাঠি ও লোহার রড। গালিগালাজের এক পর্যায়ে তারা শিহাবকে এলোপাতাড়ি পেটাতে থাকে। গুরুতর আহত অবস্থায় শিহাব প্রাণ রক্ষায় পাশের পুকুরে ঝাঁপ দেয়। এরপরও তাকে পিটিয়ে ফেলে রাখা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন

গত ১ নভেম্বর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সে মারা যায়। এ ঘটনায় শিহাবের বাবার দায়ের করা মামলায় কলিমকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্যও র‌্যাবের অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনেতা গোবিন্দ হাসপাতালে ভর্তি

ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন 

সিলেট টেস্ট: ১ম ইনিংসে আয়ারল্যান্ড ২৮৬ রানে অলআউট

ভোরে আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন 

পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা নেমেছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে

দুপুরে শপথ নেবেন ২২ বিচারপতি