ভিডিও মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৫, ০৪:১৬ দুপুর

ইতিহাস গড়ে ফিফপ্রো’র বর্ষসেরা একাদশে ইয়ামাল, নেই মেসি-রোনালদো

ইতিহাস গড়ে ফিফপ্রো’র বর্ষসেরা একাদশে ইয়ামাল, নেই মেসি-রোনালদো, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বছরজুড়ে দুর্দান্ত পারফরর্ম করা ফুটবলারদের নিয়ে প্রতি বছর বর্ষসেরা একাদশ প্রকাশ করে থাকে পেশাদার ফুটবলারদের সংগঠন ‘ফিফপ্রো’। এবারের ফিফপ্রো’র বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছেন বার্সেলোনার তারকা লামিন ইয়ামাল।

সবচেয়ে কম বয়সে ফিফপ্রো’র বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছেন ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সে একাদশে জায়গা পেয়েছেন তিনি। ভেঙে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পের রেকর্ড। ২০১৮ সালে ১৯ বছর বয়সে প্রথমবার এই একাদশে জায়গা পেয়ে সবচেয়ে কম বয়সের আগের রেকর্ড গড়েছিলেন ফরাসি তারকা। ফিফপ্রো বর্ষসেরা একাদশে আধিপত্য রয়েছে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতা পিএসজি’র। পিএসজি’র পাঁচ ফুটবলার জায়গা পেয়েছেন ফিফপ্রো’র বর্ষসেরা একাদশে।

গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন ফরাসি তারকা জিয়ানলুইজি ডোনারুম্মা। আর রক্ষণভাগে নেতৃত্ব দিবেন ভার্জিল ফন ডাইক। তার ডান পাশে জায়গা পেয়েছেন আশরাফ হাকিমি। পিএসজি’র ট্রেবল জয় করতে গত মৌসুমে বিশেষ ভূমিকা পালক করেছেন তিনি। রক্ষণভাগের বাম দিকে দায়িত্ব পেয়েছেন পিএসজি’র আরেক ডিফেন্ডার নুনো মেন্ডিস। গত মৌসুমে দুর্দান্ত ফুটবল খেলেছেন এই পর্তুগিজ তারকা। ডান উইঙ্গার হিসেবে একাদশে জায়গা পেয়েছেন কোল পালমার। ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে হারাতে বিশেষ ভূমিকা পালন করেছেন এই ইংলিশ তারকা। বাম দিকে থাকছে আরেক পিএসজি তারকা ভিতিনহা। মাঝ মাঠে থাকছেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার জুড বেলিংহ্যাম ও বার্সেলোনার তরুণ ফুটবলার পেদ্রি। আক্রমণ বিভাগে রয়েছে বর্তমান সময়ের সেরা তিন ফুটবলার লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলে।

আরও পড়ুন

ফিফাপ্রো’র বর্ষসেরা একাদশ : জিয়ানলুইজি ডোনারুম্মা (পিএসজি), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), আশরাফ হাকিমি (পিএসজি), নুনো মেন্ডিস (পিএসজি), কোল পালমার (চেলসি), ভিতিনহা (পিএসজি), জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ), পেদ্রি (বার্সেলোনা), লামিন ইয়ামাল (বার্সেলোনা), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ) ও উসমান দেম্বেলে (পিএসজি)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক সালিশে যাচ্ছে বাংলাদেশ ও আদানি গ্রুপ

ইতিহাস গড়ে ফিফপ্রো’র বর্ষসেরা একাদশে ইয়ামাল, নেই মেসি-রোনালদো

সিইসির কাছে ৩১ দফা দাবি পেশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

 চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে মনোনয়ন বঞ্চিতের আগুন

পুতিন-শি জিনপিং দু’জনই শক্তিশালী, বুদ্ধিমান ও কঠোর নেতা : ট্রাম্প

আশরাফুলের কোচ হওয়া প্রসঙ্গে যা বলছেন সাবেকরা