ভিডিও মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৫, ০৩:৩৭ দুপুর

মেসির সঙ্গে আবারও সেরার তর্কে জড়ালেন রোনালদো

মেসির সঙ্গে আবারও সেরার তর্কে জড়ালেন রোনালদো, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আধুনিক ফুটবলের চিরায়ত বিতর্ক, কে সেরা মেসি নাকি রোনালদো? আলোচিত ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগানের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আবারও নিজের শ্রেষ্ঠত্বের কথা জানালেন পর্তুগিজ সুপারস্টার। সর্বকালের সেরার প্রশ্নে নিজের অবস্থানে অনড় ক্রিশ্চিয়ানো রোনালদো। এ যেন স্বভাবসুলভ রোনালদো। প্রতিপক্ষকে ছাড় দিতে নারাজ আর নিজের শ্রেষ্ঠত্বের প্রশ্নে আপসহীন। যুগের পর যুগ পেরোলেও চিরপ্রতিদ্বন্দীর সঙ্গে তুলনায় অনড় নিজের অবস্থানে।

আলোচিত ব্রিটিশ সাংবাদিক পিয়েরস মরগানের ইউটিউব শো-আনসেন্সরড উইথ রোনালদোতে সি আর সেভেন কথা বলেছেন তাকে নিয়ে হওয়া সব বিতর্কিত ইস্যুতে। ভক্ত তো বটেই, সমালোচকদের জন্যও আছে অনেক উত্তর। মেসি রোনালদোর শ্রেষ্ঠত্ব ইস্যুর মূলে সাবেক সতীর্থ ওয়েইন রুনির করা এক মন্তব্য। ইংলিশ তারকার মতে দুজনেই দারুণ ফুটবলার, তবে মেসি সর্বকালের সেরা। কিন্তু ম্যানইউ কিংবদন্তীর এমন মন্তব্য আমলে নিতে চান না সিআর সেভেন।

সট ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন, লিওনেল মেসি আমার চেয়ে সেরা ফুটবলার? আমি এই মন্তব্যের সঙ্গে একমত নই। এ ইস্যুতে আমি বিনয়ী হতে চাই না। সম্প্রতি ক্রীড়া ইতিহাসের প্রথম বিলিয়নিয়ারের খেতাব পান রোনালদো। এমন স্বীকৃতিতেও ঘোর আপত্তি পর্তুগিজ অধিনায়কের। বিলিয়নার হয়েছেন অনেক আগেই বলে দাবি সিআর সেভেনের। পিয়েরস মরগানের ইন্টারভিউতে রোনালদো উত্তর দিয়েছেন অনেক ব্যক্তিগত প্রশ্নেরও। চল্লিশ পেরোনোর পর বিয়ের সিদ্ধান্ত কিংবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার দেয়া জার্সি নিয়ে প্রশ্ন। যেখানে অটোগ্রাফে লেখা ‘প্লে ফর পিস’।

আরও পড়ুন

সাক্ষাৎকারে বাদ যায়নি জাতীয় দল সতীর্থ দিয়েগো জোতার শেষকৃত্যে অংশ না নেয়ার বিতর্ক। যে অনুষ্ঠানে সেলেসাও দাস কুইনসের পুরো দল অংশ নিলেও অনুপস্থিত ছিলেন রোনালদো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসির কাছে ৩১ দফা দাবি পেশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

 চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে মনোনয়ন বঞ্চিতের আগুন

পুতিন-শি জিনপিং দু’জনই শক্তিশালী, বুদ্ধিমান ও কঠোর নেতা : ট্রাম্প

আশরাফুলের কোচ হওয়া প্রসঙ্গে যা বলছেন সাবেকরা

প্রয়াত এন্ড্রু কিশোরের জন্মদিনে আবেগাপ্লুত কনকচাঁপা

নেপালে তুষারধসে বিদেশি পর্বতারোহীসহ নিহত ৭