ভিডিও মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৫, ০৪:০২ দুপুর

 চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে মনোনয়ন বঞ্চিতের আগুন

 চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে মনোনয়ন বঞ্চিতের আগুন,ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে মনোনয়ন বঞ্চিত হয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান। এতে পুষে উঠেছে বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল থেকে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে।এর আগে সোমবার (৩ নভেম্বর) রাত ১০টা ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নিয়ে ওই সড়ক অবরোধ করেন।

‎এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের দুদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, দেখা দেয় চরম ভোগান্তি।

‎বিক্ষুব্ধ নেতা-কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন, ডাক্তার আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, যুগ্ম-আহ্বায়ক জামাল মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুর, সাধারণ সম্পাদক শাওন চৌধুরী।

‎বক্তারা বলেন, বিএনপির রাজনীতির জন্য সর্বস্ব হারানো এমএ হান্নান দীর্ঘদিন কারাবরণ করে মিথ্যা মামলার ঘানি টেনেছেন। ব্যাবসাসহ হারিয়েছেন সবকিছু। তিনি এমপি না হয়েও উপজেলার সকল স্তরের মানুষের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছেন। এ আসনে বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশা এমএ হান্নানকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া ফরিদগঞ্জের বিএনপির নেতা-কর্মীরা কখনো মেনে নেবে না। অবিলম্বে মনোনয়নবঞ্চিত বিএনপির ত্যাগী নেতা এমএ হান্নানকে মনোনয়ন না দিলে ফরিদগঞ্জের বিএনপির সকল নেতা-কর্মীরাসহ সর্বস্তরের মানুষ বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালন করবেন।

‎এদিকে বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীদের সড়ক অবরোধের কারণে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রায় চার কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সোমবার রাত থেকে চলমান অবরোধের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো অবরোধ কর্মসূচি চলমান রয়েছে। স্বাভাবিক হয়নি সড়কে যানবাহন চলাচল।

আরও পড়ুন

‎লক্ষীপুর থেকে চাঁদপুর সদর এলাকায় ডাক্তার দেখাতে যাওয়া মো. মোস্তাফিজুর রহমান, গৃহবধূসহ আরো অনেকে ভোগান্তির শিকার হয়েছেন।

তারা বলেন, আমরা সাধারণ জনগণের দোষ কোথায় আমরা কেন হয়রানির শিকার হবো। দ্রুত এইসব বন্ধ করা প্রয়োজন।

‎ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম গণমাধ্যমে জানান, এমএ হান্নান চৌধুরী-সমর্থিত বিক্ষুব্ধ বিএনপি নেতা-কর্মীদের অবরোধের কারণে সড়কে যানবাহন চলাচলে রাস্তায় যানজট তৈরি হয়েছে। বিক্ষোভকারীদের বুঝিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

‎উল্লেখ্য, এ উপজেলায় মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিক নিয়ে বিজয়ী সংসদ সদস্য মো. হারুনুর রশিদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসির কাছে ৩১ দফা দাবি পেশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

 চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে মনোনয়ন বঞ্চিতের আগুন

পুতিন-শি জিনপিং দু’জনই শক্তিশালী, বুদ্ধিমান ও কঠোর নেতা : ট্রাম্প

আশরাফুলের কোচ হওয়া প্রসঙ্গে যা বলছেন সাবেকরা

প্রয়াত এন্ড্রু কিশোরের জন্মদিনে আবেগাপ্লুত কনকচাঁপা

নেপালে তুষারধসে বিদেশি পর্বতারোহীসহ নিহত ৭