ভিডিও মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৫, ০৯:১৪ রাত

রংপুরের ৬ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

রংপুরের ৬ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

রংপুর জেলা প্রতিনিধি : নান জল্পনা কল্পনা শেষে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে বিএনপির পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রংপুরের ৬ টি সংসদীয় আসনের প্রার্থীদেরও নাম ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেন।

রংপুরের ৬টি সংসদীয় আসনের জন্য বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন রংপুর-১ আসনে (গংগাচড়া-সিটি আংশিক) সাবেক উপজেলা চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন, রংপুর-২ আসনে (বদরগঞ্জ-তারাগঞ্জ) জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী সরকার, রংপুর-৩ আসনে (সদর ও সিটি কর্পোরেশন) মহানগর বিএনপির আহবায়ক মো: সামসুজ্জামান সামু, রংপুর-৪ আসনে (কাউনিয়া-পীরগাছা) কাউনিয়া উপজেলা বিএনপির আহবায়ক এমদাদুল হক ভরসা, রংপুর-৫ আসন (মিঠাপুকুর) উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রব্বানী, রংপুর-৬ আসনে (পীরগঞ্জ) জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম। দল থেকে প্রার্থী ঘোষণার পর অনুভূতি জানিয়ে সামসুজ্জামান সামু বলেন, নির্বাচনে অংশ নেয়ার লক্ষ্যে বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেছি। সবদিক বিবেচনা করে দল আমাকে মনোনয়ন দিয়েছে। আশা করছি, আগামী নির্বাচনে রংপুরে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে। রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। মানুষ ভোট প্রদানের সুযোগ পেলে যারাই প্রতিদ্বন্দ্বী হোক না কেন আমি জয়ের ব্যাপারে আশাবাদী। 

 

 

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার সিনেমায় বক্স অফিসে দাপট রাশমিকার

এলো মনির খানের নতুন গান ‘চোখ ভরে কাঁদবো’

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

১ বছরের আগেই ১ কোটি পেরিয়ে ইমরান-পড়শী’র ‘কথা একটাই’

বনানীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

রংপুরের ৬ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা