ভিডিও মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৫, ০৪:৪৫ দুপুর

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, আহত তিন শতাধিক

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, আহত তিন শতাধিক, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের মাজার-ই-শরীফে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড় ২০ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন তিনশরও বেশি মানুষ। সোমবার (৩ নভেম্বর) রাত ১টার দিকে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। নিহতদের সংখ্যা বাড়বে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। শহরটিতে প্রায় সাড়ে ৫ লাখ মানুষ থাকেন।

শক্তিশালী এ ভূমিকম্পে মাজার-ই-শরীফের ঐতিহ্যবাহী নীল মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচণ্ড কম্পনের কারণে মসজিদের বিভিন্ন জায়গায় পলেস্তার খুলে পড়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এ ভূমিকম্পটি মাটির মাত্র ২৮ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। মাইক্রো ব্লগিং সাইট এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষকে উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকারীরা। একটি ভিডিওতে মরদেহ টেনে বের করতে দেখা গেছে।

‘হযরত আলীর মাজার’ দাবি করা নীল মসজিদ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। যা দেশটির অন্যতম সুন্দর মসজিদের একটি। এখানে খলিফা হযরত আলী (রা.)-এর কবর রয়েছে বলে দাবি করা হয়। 

আরও পড়ুন

যদিও ঐতিহাসিক দলিল বলে হযরত আলীকে ইরাকের নাজাফে কবরস্থ করা হয়েছে। আততায়ীর তলোয়ারের আঘাতে ইরাকের কুফায় মৃত্যু হওয়ার পর তাকে নাজাফে নিয়ে কবর দেওয়া হয়। তবে আফগানিস্তানের স্থানীয়রা দাবি করে থাকেন, শত্রুর হাত থেকে হযরত আলীর মরদেহকে রক্ষায় গোপনে সেটি খোরাসানে (আফগানিস্তান) আনা হয় এবং বর্তমান মাজার-ই-শরীফ নামে পরিচিত স্থানটিতে সমাহিত করা হয়। যদিও এই দাবির পক্ষে শক্তিশালী কোনো প্রমাণ নেই। সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার সিনেমায় বক্স অফিসে দাপট রাশমিকার

এলো মনির খানের নতুন গান ‘চোখ ভরে কাঁদবো’

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

১ বছরের আগেই ১ কোটি পেরিয়ে ইমরান-পড়শী’র ‘কথা একটাই’

বনানীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

রংপুরের ৬ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা