দলকে প্লে অফের ফাইনালে তুললেন শমিত
স্পোর্টস ডেস্ক : কানাডিয়ান প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে আছেন বাংলাদেশি মিডফিল্ডার শমিত শোম। এবার প্লে অফ সেমিফাইনালেও দুর্দান্ত পারফর্ম করে তার দল ক্যাভালরি এফসিকে ফাইনালের টিকিট এনে দিলেন তিনি।
আজ সোমবার (৩ নভেম্বর) প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে টোবায়াস ওয়ারশেভস্কির একমাত্র গোলে ফর্জ এফসিকে ১-০ ব্যবধানে পরাজিত করে শমিতের দল। এই ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ খেলেছেন শমিত শোম। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও আক্রমণে নিয়মিত অবদান রেখেছেন তিনি। প্রতিপক্ষের অর্ধে ১২টি পাসের মধ্যে ১১ বারই সফল হয়েছেন এবং দুটি ‘কি পাস’ও দিয়েছেন। এছাড়াও, তিনি প্রতিপক্ষের পা থেকে বল আদায় করেছেন চারবার। এমন পারফরম্যান্সের সুবাদে ফুটবল পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট সোফাস্কোর তাকে ৭.৫ রেটিং দিয়েছে, পুরো ম্যাচে তার চেয়ে বেশি রেটিং ছিল মাত্র তিনজনের।
আরও পড়ুনতবে তার এমন পারফরম্যান্সে বাংলাদেশের জন্য একটি দুর্ভাবনা আছে। শমিত তার পরবর্তী ম্যাচটি খেলবেন আগামী ১০ নভেম্বর অটোয়ার বিপক্ষে। এর ফলে অন্তত ১১ নভেম্বর পর্যন্ত তাকে জাতীয় দল পাবে না। তবে ভারতের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৮ নভেম্বর হওয়ায়, সেই ম্যাচের আগে দলে যোগ দেয়ার জন্য যথেষ্ট সময় থাকছে।
মন্তব্য করুন








_medium_1759923065.jpg)

