ভিডিও শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

নিখোঁজের ১৪ দিন পর অটোরিকশা চালকের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিখোঁজের ১৪ দিন পর অটোরিকশা চালকের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার

সাভারে নিখোঁজ হওয়ার ১৪ দিন পর ফজলে রাব্বি (২৩) নামে এক অটোরিকশা চালকের হাত-পা বাঁধা ও বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে সাভার সদর ইউনিয়নের কলমা উত্তরপাড়া এলাকার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফজলে রাব্বি সাভার সদর ইউনিয়নের কলমা উত্তরপাড়ার মৃত ছবদের খাঁ'র ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে সাভার সদর ইউনিয়নের কলমা এলাকা থেকে অটোরিকশা চালক রাব্বি নিখোঁজ হন। পরিবারের সদস্য ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। পরে রোববার (১৯ অক্টোবর) স্বজনেরা সাভার মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

বৃহস্পতিবার বিকেলে কলমা উত্তরপাড়া এলাকার একটি জঙ্গল থেকে বস্তার ভেতর থেকে দুর্গন্ধ আসায় স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে রাব্বির হাত-পা বাঁধা ও বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

এ ঘটনায় সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফাইজুল খান জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাত-পা বাঁধা ও বস্তাবন্দী অবস্থায় ওই অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে, তা তদন্ত করা হচ্ছে।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নভেম্বরেই গণভোট ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করুন : আবিদুর রহমান সোহেল

নিজেদের ধান্দাবাজি ও ফয়দার জন্য গণভোট চাচ্ছে: নুর

বগুড়ার দুপচাঁচিয়ায় টিএমএসএস’র কর্মচারির কান কেটে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১

গণভোটের পক্ষে সরাসরি আদেশ জারির দাবি হাসনাতের

ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে নুয়ে পড়েছে আমন ধান

ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা : ইসি আনোয়ারুল