ভিডিও শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

নভেম্বরেই গণভোট ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করুন : আবিদুর রহমান সোহেল

নভেম্বরেই গণভোট ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করুন : আবিদুর রহমান সোহেল

বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, নভেম্বরেই গণভোট ও ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিন। জামায়াতে ইসলামী নভেম্বর মাসেই জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন আদেশের উপর একটি গণভোট চায়। অবিলম্বে গণভোটের মাধ্যমে পাশ করা আদেশের ভিত্তিতেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।

তিনি আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে নুনগোলা ডিগ্রি কলেজ অডিটরিয়ামে জামায়াতে ইসলামী বগুড়া সদর পশ্চিম জোনের নির্বাচনী কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বগুড়া সদর পশ্চিম জোন পরিচালক মাওলানা আব্দুল হালিম বেগের সভাপতিত্বে ও জোন সহকারী পরিচালক এনামুল হক রানার পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শহর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, মাওলানা হেদায়েতুল ইসলাম, শ্রমিক নেতা আজগর আলী, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, আব্দুল হালিম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবিদুর রহমান সোহেল আরো বলেন, কোন কোন মহল নির্বাচনের ব্যাপারে রিউমার ছড়াচ্ছে। মনগড়া বক্তব্য দিয়ে সন্দেহ ও সংশয় সৃষ্টি করছে। এ সব ব্যাপারে সজাগ ও সতর্ক থাকার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন

এছাড়া অবিদুর রহমান সোহেল বিকেলে ২০নং ওয়ার্ডের ইছাইদহ গণ সংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারী রফিকুল আলম, এড. শাহীন মিয়া, মাস্টার শামসুজ্জামান, ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম।

বিকেলে বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকায় শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন। শ্রমিক নেতা নুর আলমের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন শ্রমিক কল্রাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী আব্দুল মতিন, শহর সভাপতি আজগর আলী, সেক্রেটারী আনোয়ারুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে প্রতিদ্বন্দ্বী দুই ভাইকে ব্যক্তিগত সভা-সমাবেশ না করতে সতর্ক চিঠি

দিনাজপুরে পরিত্যক্ত রেলসেতুর লোহা খুলে বিক্রি করছে মাদকাসক্তরা

রংপুরে দুই শিশু হত্যা ঘটনার প্রধান আসামি গ্রেফতার

ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠিত

সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাত গাড়িচাপায় ভ্যানচালক নিহত

ঢাবি জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, বাদ বাগছাস নেতা কাদের