ভিডিও শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

গণভোটের পক্ষে সরাসরি আদেশ জারির দাবি হাসনাতের

এনসিপির পিরোজপুর জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে

জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের পক্ষে সরাসরি আদেশ জারির দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, “গণতান্ত্রিক উত্তরণের জন্য অবশ্যই নির্বাচন হতে হবে। তবে এর আগে গণভোটের পক্ষে সরাসরি আদেশ জারি করতে হবে এবং সেটা আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি নয় বরং প্রধান উপদেষ্টাকে এ আদেশ জারি করতে হবে।”

শুক্রবার দুপুরে এনসিপির পিরোজপুর জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।

হাসনাত বলেন, যারা মৌলিক সংস্কারের পক্ষে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যা এবং যার মৌলিক সংস্কার চাচ্ছে না তারা না প্রচার চালাচ্ছে। তবে এ দুইয়ের মধ্যে এনসিপি সরাসরি গণভোটের আদেশ চাচ্ছে।

আরও পড়ুন

বিএনপি ও জামায়াতের সঙ্গে এনসিপির দূরত্ব সৃষ্টির বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নে জবাবে হাসনাত বলেন, “যারাই সংস্কারের বিপক্ষে অবস্থান নিবে, তাদের সাথেই এনসিপির দূরত্ব তৈরি হবে। এ ছাড়া এনসিপি কোনো জোটে যাবে কি-না এটা সময়ই নির্ধারণ করবে।”

আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে হাসনাত বলেন, “আওয়ামী লীগ না থাকার কারণেই রাজনৈতিক দলগুলো এক টেবিলে বসে আলোচনা করতে পারছে। আওয়ামী লীগের পুনর্বাসন এবং সমঝোতা, এ বিষয়গুলো এনসিপির কাছে অবাঞ্ছিত।

“এ ছাড়া বিএনপি এবং জামায়াত আওয়ামী লীগের সঙ্গে যে সখ্যতা গড়ার চেষ্টা করছে, তা অত্যন্ত দুঃখজনক এবং তাদের ‘ব্যাকডোর’ সমঝোতার বিষয়টি দিন দিন স্পষ্ট হচ্ছে। আর এ কারণে তাদের জনগণ ভোট দেবে কি-না এটা জনগণ নির্ধারণ করবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে প্রতিদ্বন্দ্বী দুই ভাইকে ব্যক্তিগত সভা-সমাবেশ না করতে সতর্ক চিঠি

দিনাজপুরে পরিত্যক্ত রেলসেতুর লোহা খুলে বিক্রি করছে মাদকাসক্তরা

রংপুরে দুই শিশু হত্যা ঘটনার প্রধান আসামি গ্রেফতার

ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠিত

সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাত গাড়িচাপায় ভ্যানচালক নিহত

ঢাবি জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, বাদ বাগছাস নেতা কাদের