ভিডিও শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

চাষিদের ক্ষতির আশঙ্কা

ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে নুয়ে পড়েছে আমন ধান

ঠাকুরগাঁওয়ে বৃষ্টিতে নুয়ে পড়েছে আমন ধান

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঠাকুরগাঁওয়ে টানা দুই দিনের বৃষ্টিতে রোপা-আমন ধান মাটিতে নুয়ে পড়েছে। ফলন ঘরে তোলার আগমুহূর্তে আধাপাকা ধান জমিতে হেলে পড়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় মোট ১ লাখ ৩৭ হাজার ২৯০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। এদিকে দু’দিনের বৃষ্টিতে সদর উপজেলাতেই ১৮ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য উপজেলাগুলোর ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। গত বুধবার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠ ঘুরে দেখা যায়, ধানে সোনালী রঙ আসতে শুরু করেছে। এ অবস্থায় টানা বৃষ্টিতে মাটিতে লুটিয়ে পড়েছে ক্ষেতের ধান গাছগুলো। এতে ফলন ও গুণগত মান নিয়ে উদ্বেগে কৃষকেরা।

সদর উপজেলার কচুবাড়ি এলাকার কৃষক হোসেন আলী বলেন, চার একর জমিতে আমন আবাদ করেছেন। এখন ধান কাটার সময়, অথচ বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেল। জমিতে পানি জমে শীষ ভিজে যাচ্ছে। এতে ফলন অর্ধেক হয়ে যেতে পারে। আকচা এলাকার কৃষক জগেশ্বর বর্মণ বলেন, যে ধান গাছগুলো নুয়ে পড়েছে, তাতে কয়েকদিনের মধ্যেই পোকা ধরবে। তখন ধান চিটা হয়ে যাবে।

আরও পড়ুন

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম জানান, নিম্নচাপের প্রভাবে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যেসব জমিতে ধান নুয়ে পড়েছে সেগুলো গোছা করে বেঁধে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। এতে ক্ষতি কিছুটা কমবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে প্রতিদ্বন্দ্বী দুই ভাইকে ব্যক্তিগত সভা-সমাবেশ না করতে সতর্ক চিঠি

দিনাজপুরে পরিত্যক্ত রেলসেতুর লোহা খুলে বিক্রি করছে মাদকাসক্তরা

রংপুরে দুই শিশু হত্যা ঘটনার প্রধান আসামি গ্রেফতার

ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠিত

সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাত গাড়িচাপায় ভ্যানচালক নিহত

ঢাবি জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, বাদ বাগছাস নেতা কাদের