বলের আঘাতে অস্ট্রেলিয়ান কিশোর ক্রিকেটারের মৃত্যু
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ক্রিকেটে শোকের ছাঁয়া। মেলবোর্নে অনুশীলনের সময় বলের আঘাত পেয়ে প্রাণ হারালেন অস্ট্রেলিয়ার প্রতিভাবান টিনএজ ক্রিকেটার বেন অস্টিন।
১৭ বছর বয়সী বেন অস্টিন মঙ্গলবার (২৮ অক্টোবর) ফার্নট্রি গালির নেটে অনুশীলন করছিলেন। এসময় হেলমেট পরলেও ঘাড়রক্ষাকারী (নেক গার্ড) না পরেই অনুশীলনে নেমে যান তিনি। অনুশীলনের সময় ‘ওয়েঙ্গার’ নামে পরিচিত এক হাতে ধরে বল ছোড়ার যন্ত্র থেকে নিক্ষিপ্ত বল তার ঘাড়ে লাগে। স্থানীয় সময় বিকেল ৫টার দিকে জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সংকটাপন্ন অবস্থায় বেনকে হাসপাতালে নেয়ার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তিনি মারা যান।
বেনের বাবা জেস অস্টিন বলেন, ‘পরিবারের সবাই আমাদের প্রিয় বেনকে হারিয়ে সম্পূর্ণভাবে বিধ্বস্ত।’ ক্রিকেট ভিক্টোরিয়া এক বিবৃতিতে জানায়, অস্ট্রেলিয়ার ক্রিকেট সম্প্রদায় এই কিশোরের মৃত্যুতে শোকাহত। বেনের বাবা জেস অস্টিন এক বিবৃতিতে বলেন, ‘ট্রেসি আর আমার কাছে বেন ছিল এক আদরের সন্তান, ভাই কুপার ও জ্যাকের জন্য গভীর ভালোবাসার, আর আমাদের পরিবার ও বন্ধুদের জীবনের এক উজ্জ্বল আলো।’ তিনি আরও বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা বেনকে হারিয়েছি, তবে কিছুটা সান্ত্বনা পাই এই ভেবে যে সে এমন কিছু করছিল, যা সে বহু গ্রীষ্ম ধরে করে এসেছে—বন্ধুদের সঙ্গে নেটে গিয়ে ক্রিকেট খেলা। ক্রিকেট ছিল তার জীবনের অন্যতম আনন্দ।’
জেস অস্টিন জানান, দুর্ঘটনার সময় নেটে বল করা বেনের সতীর্থকেও পরিবার সমর্থন দিচ্ছে। ‘এই দুর্ঘটনা দুই তরুণের জীবনকে প্রভাবিত করেছে এবং আমাদের শুভকামনা সেই তরুণ ও তার পরিবারের সঙ্গেও রয়েছে।’ তিনি আরও ধন্যবাদ জানান স্থানীয় ক্রিকেট সম্প্রদায়কে তাদের সহানুভূতির জন্য এবং প্রশংসা করেন সেই সব প্রথম প্রতিক্রিয়াকারী ও চিকিৎসকদের, যারা তার ছেলেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন।
আরও পড়ুনক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী নিক কামিন্স বলেন, এটি সংশ্লিষ্ট সবার জন্য এক ‘অত্যন্ত কঠিন সময়’। তিনি অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)-কে বলেন, ‘বলটি তার ঘাড়ে লেগেছিল, ঠিক যেমনটি ঘটেছিল ফিল হিউজের সঙ্গে ১০ বছর আগে।’
মন্তব্য করুন





.jpg_medium_1761752902.jpg)




