ভিডিও বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

স্পষ্ট জবাব সোহিনীর

অভিনেত্রী সোহিনী সরকার।

বিনোদন ডেস্ক : ২০২৪ সালে আরজি-কর কাণ্ডের সময় শিক্ষা থেকে স্বাস্থ্য- সর্বত্র তোষামোদের নীতি নিয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী সোহিনী সরকার। দুর্নীতির কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, আমার সদ্য বিয়ে হয়েছে। আমার স্বামীকে বললাম, মা হবো? কোন দেশে মা হবো? এই দেশে যতক্ষণ দুর্নীতি আছে, আমি পারবো না আমার সন্তানকে এই দেশে নিয়ে আসতে। ওই মন্তব্যের পর চারদিক থেকে বিভিন্নভাবে তাকে ক্রমাগত আক্রমণ করা হয়েছিল।

সম্প্রতি তৃণমূল মুখপাত্র তথা নবাগত অভিনেতা কুণাল ঘোষ বলেন, যারা শাসক দলকে সারাক্ষণ কুকথা বলছেন, দেব তাদের মধ্যেই প্রতিভার খোঁজ পাচ্ছেন! সোহিনী আরজি-কর কাণ্ডের সময় দুম করে বলে বসলেন, এই রাজ্য নাকি সন্তানের জন্ম দেয়ার উপযুক্ত নয়। এর পরেও ওকে সমর্থন করতে হবে? দেব ওকেও ছবিতে নিলেন।

আরও পড়ুন

এই প্রসঙ্গে এবার সোহিনীর স্পষ্ট জবাব, এগুলো কেবল গুজব! আমি কি পাগল যে এ কথা বলবো? সিপিএম, তৃণমূল বলে নয়, যে লঙ্কায় আসবে সে- ই রাবণ। শুধু বাংলা নয়, গোটা দেশে নতুন প্রজন্মের ভবিষ্যৎ কী? সে যদি কৃতী হয়, তাকে চাকরি বা পড়াশোনার জন্য দেশের বাইরে যাওয়ার কথা ভাবতে হচ্ছে। অনেক ক্ষেত্রে তাদের রাজনীতি করতে বাধ্য করা হচ্ছে। অস্বাস্থ্যকর পরিস্থিতির মধ্যদিয়ে যেতে হচ্ছে। অভিনেত্রীর দাবি, তিনি শুধু শাসক দলকে বিঁধে নয়, গোটা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হয়েছিলেন। তিনি যোগ করেন, বেমক্কা লিখে ছড়িয়ে দেয়া হলো, আমি নাকি বলেছি এই রাজ্যে মা হবো না!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্মাণের চার মাসেই ভেঙে গেল পাকা সড়ক

মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও চলাচল বন্ধ

দিনাজপুরের ঘোড়াঘাটে এ্যানথ্রাক্স আতঙ্কে কমেছে মাংস বিক্রি

টিসিবি’র পণ্য ক্রয় করতে বাড়তি খরচ হচ্ছে চরাঞ্চলবাসীদের

রাজশাহীতে পদ্মা নদীর পাড়ে বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে

জামায়াত ক্ষমতায় গেলে সুখী সমৃদ্ধশালী একটি কল্যাণ রাষ্ট্র উপহার পাবেন : অধ্যক্ষ শাহাবুদ্দিন