ভিডিও বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

সরদার রোকনের চার নাটকে মোশাররফ করিম

অভিনেতা মোশাররফ করিম ও নাট্যনির্মাতা সরদার রোকন

অভি মঈনুদ্দীন ঃ গত ২৩ অক্টোবর ইউটিউবে প্রকাশিত হয়েছে প্রজন্মের মেধাবী নাট্যনির্মাতা সরদার রোকন পরিচালিত একক নাটক ‘রেডিও জয়নাল’। নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নন্দিত গুনী ও জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নাটকটি ইউটিউবে প্রকাশের পর দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে নাটকটি।

বিশেষত নাটকটিতে নাম ভূমিকায় মোশারর করিমর ব্যতিক্রমধর্মী অভিনয় দর্শককে দারুণভাবে মুগ্ধ করেছে। কারণ এই ধরনের চরিত্রে এর আগে মোশাররফ করিমকে দেখা যায়নি। নাটকটিতে অভিনয়ের জন্যও বেশ সাড়া পাচ্ছেন তিনি। এছাড়াও আরো একটি নাটকও এরইমধ্যে বেশ সাড়া ফেলেছে। নাটকটি হচ্ছে ‘ইনজেকশন মতিন’।

এই নাটকটি রচনা করেছেন সুজিত বিশ্বাস। যথারীতি এই নাটকটিও নির্মাণ করেছেন সরদার রোকন। মোশাররফ করিম বলেন,‘ রেডিও জয়নাল এবং ইনজেকশন মতিন নাটকের গল্প একেবারেই ভিন্ন অন্যরকম। আর সরদার রোকন বেশ যত্ন নিয়ে নাটক দুটি নির্মাণের চেষ্টা করেছে।

আরও পড়ুন

নাটক দুটি প্রসঙ্গে সরদার রোকন বলেন,‘ আমি নিজেই মোশাররফ করিম ভাইয়ের ভক্ত। তাকে নিয়ে কাজ করার মধ্যে নিজের ভেতরই একটা উচ্ছ্বাস কাজ করে। একজন মোশাররফ করিম বাংলা নাটকের গর্ব। তিনি অভিনয় দিয়ে দেশে বিদেশে প্রশংসা কুঁড়িয়েছেন। তাকে নিয়ে নাটক নির্মাণে একজন নির্মাতাকে যথেষ্ট সচেতন থাকতে হয়। কারণ তিনি একজন অভিনেতা হিসেবেই যে দুর্দান্ত এমনটি নয়, নানান বিষয়ে তিনি অনেক জ্ঞানী। প্রচুর পড়াশুনা করেন তিনি প্রতিনিয়ত নানান বিষয়ে। যে কারণে তাকে নিয়ে যেকোনো গল্পের নাটকে চাইলেও অভিনয় করা যায়না। গল্পটা তাকে ঠিকঠাক মতো বুঝিয়ে এরপর তিনি কাজটি করতে সম্মত হলে তাকে নিয়ে নাটক নির্মাণ করতে হয়। আমার সৌভাগ্য যে পরপর দুটি কাজ তাকে নিয়ে করতে পেরেছি। ইনজেকশন মতিন এবং রেডিও জয়নাল দুটো নাটকেরই রেসপন্স দারুণ। নির্মাতা হিসেবে আমি তাকে নিয়ে কাজ করে যেমন গর্বিত অনুরূপভাবে দুটি নাটকের রেসপন্সের কারণে আমি নিজেও ভীষণ সাড়া পাচ্ছি। যে কারণে এরইমধ্যে মোশাররফ ভাইকে নিয়ে আরো দুটি নাটক নির্মাণ করেছি। একটি হেলম্যাট হালিম ও আরেকটি লাউড জামাই। দুটি নাটকই রচনা করেছেন এনডি আকাশ। মোশাররফ ভাইকে নিয়ে আমার এই চারটি নাটক নির্মিত হয়েছে। দুটি নাটকের জন্য এরইমধ্যে বেশ সাড়া পাচ্ছি। বাকী দুটি নিয়ে আরো বেশি আশাবাদী।’ 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্মাণের চার মাসেই ভেঙে গেল পাকা সড়ক

মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও চলাচল বন্ধ

দিনাজপুরের ঘোড়াঘাটে এ্যানথ্রাক্স আতঙ্কে কমেছে মাংস বিক্রি

টিসিবি’র পণ্য ক্রয় করতে বাড়তি খরচ হচ্ছে চরাঞ্চলবাসীদের

রাজশাহীতে পদ্মা নদীর পাড়ে বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে

জামায়াত ক্ষমতায় গেলে সুখী সমৃদ্ধশালী একটি কল্যাণ রাষ্ট্র উপহার পাবেন : অধ্যক্ষ শাহাবুদ্দিন