অরক্ষিত পাঁচবিবির উচাই ক্যাথলিক মিশনের কবরস্থান
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পার্বন দিবস পালন উপলক্ষ্যে পাঁচবিবি উপজেলার উচাই পাথর-ঘাটায় ক্যাথলিক মিশনের অরক্ষিত কবরস্থান পরিস্কার করা হচ্ছে। প্রতি বছরের মতো আগামি ২ নভেম্বর খৃষ্টান ধর্মের মৃত ব্যক্তিদের কবর পার্বন দিবস অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষ্যে কবরস্থানের মাঝখানে স্থাপিত খৃষ্টান ধর্মের ক্রুসের পাদতলের গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হবে। প্রার্থনা শেষে কবরের চারপাশে মোমবাতি প্রজ্জলন করবে মৃত ব্যক্তির পরিবারের লোকজন।
উপজেলার কুসুম্বা ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের তপন কিসপট্টার স্ত্রী সালতি লাকড়া তার দাদী শাশুড়ির কবর পরিষ্কার করছেন। একই ইউনিয়নের বেলপুকুর গ্রামের চম্পা তার ছোট্ট মেয়েকে নিয়ে এসেছেন। চম্পা তার মা-বাবা ও বড় ভাইয়ের কবর পরিষ্কার করছেন।
আরও পড়ুনএ সময় আরতি খালকো বলেন, সারাবছর কবরগুলো অরক্ষিত অবস্থায় থাকে। আমাদের খৃষ্টান ধর্মের মৃত মানুষের কবরগুলো যদি সরকারিভাবে উঁচু করে বাউন্ডারি দিতো তাহলে ভালো হতো। উচাই ক্যাথলিক মিশন ফাদার জাখারিয়াস মার্ডি বলেন, এখানে কাশিয়াবাড়ি, বেলপুকুর ও পাথর-ঘাটা এই তিন গ্রামে বসবাস করা খৃষ্টান ধর্মের মানুষ মারা গেলে তাদের কবর এখানে দেওয়া হয়।
কবরস্থানটি রক্ষাণাবেক্ষণে গাইড-ওয়াল দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেছিলাম এখন পর্যন্ত কোন বরাদ্দ পাইনি। স্থানীয় আটাপুর ইউপি চেয়ারম্যান সামছুল আরেফিন চৌধুরী আবু বলেন, কবরস্থানের সংস্কারের জন্য কোন আবেদন আসেনি। আবেদন করলেই কবরস্থানটি বাউন্ডারি করে দেওয়ার ব্যবস্থা করা হবে।
মন্তব্য করুন










