ভিডিও মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

বগুড়া শহরে এক যুবককে কুপিয়ে হত্যা

বগুড়া শহরে এক যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার : বগুড়ায় হাবিবুর রহমান খোকন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার (২৭ অক্টোবর) রাতে শহরের সেউজগাড়ী পালপাড়ায় ইসকন মন্দিরে যাওয়ার একটি রোডে এ হত্যার ঘটনা ঘটে। নিহত খোকন শহরের মালতিনগর দক্ষিণপাড়ার কামাল হোসেনের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে। হত্যাকান্ডের পর সেখানে মোটর সাইকেল দুটি পড়েছিল। এরমধ্যে একটি মোটর সাইকেলের হেডলাইট কভারে আইনজীবী স্টিকার লেখা ছিল।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮ টার দিকে সেউজগাড়ী পালপাড়ায় ইসকন মন্দিরে যাওয়ার সরু একটি রোডে  একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পথচারীরা বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা ঘটনাস্থলে এগিয়ে যান।

স্থানীয় এক যুবক বলেন, সেখানে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় এক যুবক সেখানে রাস্তার ওপর পড়ে আছে। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়া হয়েছে। তার পড়নে সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা ও মুখে দাঁড়ি ছিল। এরপর জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দেয়া হয়। সেইসাথে সদর থানা ও স্টেডিয়াম পুলিশ ফাঁড়িতে জানান হয়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ষোষণা করেন।

আরও পড়ুন

স্থানীয়রা আরও জানান, তাকে সম্ভাবত প্রধান রাস্তা থেকে পিছু ধাওয়া করে সেখানে এনে ধারালো অস্ত্র  দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে দুটি মোটর সাইকেল পড়েছিল। একটি মোটর সাইকেলের হেড লাইট কভারে আইনজীবী স্টিকার লেখা রয়েছে। মোটর সাইকেলটির রেজি: নম্বর হলো বগুড়া ল-১২-৭০১২। এ ছাড়া অপর মোটর সাইকেলের রেজি: নম্বর হলোঢাকা মেট্রো ল-৪৩-৭৪৫৭। ঘটনাস্থলে দুই জোড়া সেন্ডেল পড়ে থাকতে দেখা যায়।

এ ব্যপারে সদর থানার ওসি মো: হাসান বাসির বলেন, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খোকনকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পড়ে থাকা মোটর সাইকেল দুটি উদ্ধার করা হয়েছে। এর আগে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারনে কারা তাকে হত্যা করলো সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে ঘোড়াঘাটের ঐতিহাসিক স্থাপত্য

পাবনার চাটমোহরে বিএনপি’র প্রার্থী মনোনয়নের দাবিতে বিক্ষোভ

আমনের ফলন আশানুরূপ নভেম্বরে খাদ্য সংগ্রহ অভিযান শুরু : খাদ্য উপদেষ্টা

বগুড়ায় ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানকৃত ওয়াকিটকি সেট জব্দ

পাবনা-সুজানগর সড়কে যাত্রী ছাউনি দখল করে চলছে ব্যবসা-বাণিজ্য