নীলফামারীতে উত্তরা ইপিজেডের বন্ধ কারখানা পুনরায় চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) বন্ধ চারটি কারখানা পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকেরা। আজ সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় দিকে ইপিজেডের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করেন তারা।
জানা যায়, বিক্ষোভের খবরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এদিকে শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচিতে ইপিজেড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, আজ সোমবার (২৭ অক্টোবর) কর্মসূচি ছিল শুধুমাত্র বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর দাবিতে শান্তিপূর্ণ আয়োজন। কিন্তু পরে আইনশৃঙ্খলা বাহিনী ও কিছু বহিরাগত এসে তাদের ওপর হামলা চালায়।
আরও পড়ুনএরআগে গতকাল রোববার শ্রমিক অসন্তোষের জেরে উত্তরা ইপিজেডের চারটি কারখানা- দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড, সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড, ইপিএফ প্রিন্ট লিমিটেড, এবং মেইগো বাংলাদেশ লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
মন্তব্য করুন










