বগুড়ার নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে বলরাম কুমার (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের ইউসুফপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের বনমালীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ২টার দিকে নিজ ঘরের তীরের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দেয় বলরাম কুমার। দীর্ঘ সময় কোন সাড়াশব্দ না পেয়ে তার মা ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডাকেন। পরে প্রতিবেশীদের এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় বলরামের লাশ দেখতে পান। এরপর দড়ি কেটে লাশ মাটিতে নামিয়ে রাখেন তারা। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
আরও পড়ুনথানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন জানান, ঘটনাটি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন










