বগুড়ায় জাগপা’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
জাতীয় গণতান্ত্রিক পার্টি’র (জাগপা) কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের বগুড়া জেলা জাগপা’র উদ্যোগে সাতমাথা থেকে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে।
জুলাই সনদ বাস্তবায়নে অবিলম্বের প্রজ্ঞাপন জারি, নভেম্বরে গণভোট, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা জাগপা সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য শামীম আক্তার পাইলটের নেতৃত্বে মিছিল শেষে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জাগপা’র সহ-সভাপতি ও কেন্দ্রীয় কৃষিবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামছুল হক আকন্দ, আলহাজ্ব দৌলতজ্জামান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন, মোস্তাফিজার রহমান পিয়াল, মাহবুবর রহমান রঞ্জু, কামরুল হাসান রানু, জেলা যুব জাগপা নেতা সৈকত আহম্মেদ মিলন, শামীম সরকার, শাহীন হাওলাদার, সাজেদুর রহমান সাজু প্রমুখ।
আরও পড়ুনমন্তব্য করুন










