বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা ওয়ারেছুল গ্রেফতার
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে মারপিট ও বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ওয়ারেছুল মোস্তফা (২৮)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল রোববার বিকাল সোয়া ৪টার দিকে শাজাহানপুর উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওয়ারেছুল মোস্তফা শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং পারতেখুর মধ্যপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
আরও পড়ুনশাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, উপজেলা শাকপালা এলাকায় ফ্যাসিবাদ বিরোধী মিছিলের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। পূর্বেও ওয়ারিছুলের বিরুদ্ধে মারপিট, সন্ত্রাস, বিস্ফোরক আইনে শাজাহানপুর থানায় আরও দুইটি মামলা রয়েছে।
মন্তব্য করুন










