ভিডিও সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

ফিফা নারী ফুটবল প্রীতি ম্যাচ

আজ আবার মুখোমুখি বাংলাদেশ-থাইল্যান্ড

আজ আবার মুখোমুখি বাংলাদেশ-থাইল্যান্ড, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: আজ দ্বিতীয় ফিফা প্রীতি ফুটবল ম্যাচে পরস্পরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও থাইল্যান্ড নারী দল। ব্যাংককে ৭২তম বার্ষিকী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে। এর আগে প্রথম প্রীতি ম্যাচে থাইল্যান্ডের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এই হারের পর সিনিয়র খেলোয়াড়দের জয়ের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেন এবং ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ইংলিশ কোচ পিটার জেমস বাটলার। এ নিয়ে ক্ষোভ তৈরি হয় দলের সিনিয়র খেলোয়াড়দের মধ্যেও। তবে দ্বিতীয় ম্যাচের আগে এসব মাথায় আনতে চান না বাটলার। খেলায় পূর্ণ মনোযোগ দিতে চান এই কোচ।

রবিবার অনুশীলন শেষে বাটলার বলেন, ‘আমরা সিস্টেমে কিছুটা পরিবর্তন এনেছি। কিছু কিছু জায়গা আমাদের ঘাটতি আছে। তা পূরণ করতে হবে বলে আমি মনে করি। আগের ম্যাচে মেয়েরা যেভাবে খেলেছে তা নিয়ে সত্যিকার অর্থে আমার কোনো সমস্যা নেই। তারা ভালো ফুটবল খেলেছে।’ মেয়েদের মনোভাব ও মানসিকতায় বদল এসেছে। বাংলাদেশ কোচ বলেন, ‘অনুশীলনে মেয়েদের মনোভাব দারুণ। আমি কয়েকজনের সঙ্গে আলাদা করে কথা বলেছি। দুয়েকজন এমন খেলোয়াড় আছে যারা ম্যাচ উইনার হতে পারে। আগের ম্যাচে তারা নিজেদের প্রকৃত সম্ভাবনা দেখাতে পারেনি।’থাইল্যান্ডের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ নারী দল। তবে বাস্তবতার নিরিখে থাইল্যান্ড অনেক এগিয়ে। সেটি মানছেন কোচ বাটলারও। তিনি বলেন, ‘আমি প্রতিটা খেলায় জিততে চাই, সেটা ফুটবল হোক বা দাবা। কিন্তু বাস্তবতাও মেনে নিতে হবে। থাইল্যান্ড অনেক ভালো দল। তাদের বেঞ্চেও আরেকটা শক্তিশালী দল বসে থাকে।’ তিনি আরও বলেন, ‘আমরা এখন একধরনের ‘‘রিসেট অপারেশন’’-এর মধ্যে আছি। দলে নয়জন মেয়ের সঙ্গে আমি অনুশীলন করতে পেরেছি মাত্র কয়েক দিন। শেষবার যখন বাংলাদেশ থাইল্যান্ডে খেলেছিল, তখন ফল ছিল ৬-০ বা ৭-০। তাই এবার জিততে চাই অবশ্যই। তবে সবচেয়ে জরুরি হলো উন্নতি করা।’
 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ আবার মুখোমুখি বাংলাদেশ-থাইল্যান্ড

রাজশাহীসহ তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ট্রাম্পের সাথে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার বৈঠক

হবিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২ আহত ৩০

২২ ঘণ্টা পর উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেল চলাচল শুরু

ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে আজ