ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ব্রুকের অবিশ্বাস্য সেঞ্চুরি
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ইংল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে মাত্র ৫৬ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল দলটি।
এমন ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েই একাই লড়লেন অধিনায়ক হ্যারি ব্রুক। ৩ উইকেটে ৫ রান থাকার সময়ই তিনি উইকেটে আসেন। একপ্রান্ত আগলে রেখে তিনি তুলে নেন তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।
আরও পড়ুনদলের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ব্রুক ১০১ বলে ১৩৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন, যাতে ছিল ১১টি চার ও ৯টি ছক্কা। তার এই অবিশ্বাস্য ইনিংসে ভর করেই ইংল্যান্ড শেষ পর্যন্ত ২২৩ রানের একটি লড়াকু সংগ্রহ পায়।
মন্তব্য করুন










