আজ শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ
স্পোর্টস ডেস্ক: সাগরিকায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সোমবার (২৭ অক্টোবর) ক্যারিবীয়ানদের মুখোমুখি হবে টাইগাররা। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এগিয়ে থাকলেও লিটন মনে করিয়ে দিলেন শর্টার ফরম্যাটে উইন্ডিজের সাফল্যের ইতিহাসের কথা। বিশ্বকাপের আগে টাইগার অধিনায়কের প্রত্যাশা, চ্যালেঞ্জিং ম্যাচের। অন্যদিকে, খারাপ সময় কাটিয়ে উঠতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটেই সেই প্রত্যাশা পূরণ হবে বলে বিশ্বাস অধিনায়ক শেই হোপের। দু’দলের গল্পটা দু’রকম। টি-২০’তে টানা ৪ সিরিজ জয় বাংলাদেশের, আর সবশেষ নেপালের বিপক্ষে হেরে ক্ষত বিক্ষত ওয়েস্ট ইন্ডিজ। তবে, এই সিরিজে দু’দলের লক্ষ্যটা একই।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি তিন মাসের মতো। তবে, বিশ্ব আসরে বরাবরই হতাশাই সঙ্গী হয়েছে টাইগারদের। মেগা আসরের আগে বাকি মাত্র ছয় ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ। এখান থেকেই সেরা কম্বিনেশন গড়ার লক্ষ্য অধিনায়কের।মিরপুরে ওয়ানডে সিরিজ জয়ে স্বস্তি টাইগার শিবিরে। যদিও মিডল অর্ডারের ধারাবাহিকতার অভাব নিয়ে হচ্ছে আলোচনা। গেলো বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩-০’তে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুখস্মৃতি থাকলেও লিটনের চোখে এই সিরিজে এগিয়ে ক্যারিবীয়ানরা।
ম্যাচ ডে’র আগে সাগরিকায় লম্বা সময় অনুশীলন করেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। ফ্লাড লাইটের আলোতে বোঝার চেষ্টা করেছেন চট্টলার উইকেটের আচরণ। এশিয়ান কন্ডিশনে হতে যাওয়া শর্টার ফরম্যাটের বিশ্বকাপের আগে এই সিরিজ তাদের কাছেও মহা গুরুত্বপূর্ণ।
আরও পড়ুনএদিকে, প্রথম টি-টোয়েন্টির একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। দলে ফিরছেন লিটন দাস। ওপেনিংয়ে সাইফের সঙ্গী হতে পারেন তানজিদ তামিম। শামীম পাটওয়ারী ও নুরুল হাসান সোহানও আছেন টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায়। মিরপুরের মতো কালো পিচ না হলেও, তিন স্পিনারকে নিয়েই একাদশ সাজাতে পারে টাইগাররা।
মন্তব্য করুন










